রিলায়েন্স জিও’র (Reliance Jio) কর্ণধার মুকেশ আম্বানির (Mukesh Ambani) নাম কে না জানেনা। ভারত তথা বিশ্বের ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম তিনি। আমাদের দেশে তার গুরুত্ব কোনো রাজ পরিবারের চেয়ে কম নয়। আরব সাগরের তীরে মায়ানগরীতে যে বাড়িটিতে তার পরিবার বসবাস করে তাকেই বিশ্বের সবথেকে দামি বাড়িদের মধ্যে দ্বিতীয় বলে গণ্য করা হয়।
জেনে অবাক হবেন যে, এই বাড়িতে প্রায় ৬০০-র মত কর্মচারি (600 House Staff) কাজ করেন, আর তাদের মাইনেও নজরকাড়া। জানা যায়, এইসব কর্মচারীরা ২৭ তল বিশিষ্ট এন্টিলিয়ার পুরোটাতেই কাজ করেন। ঝাড়ু দেওয়া, ঘর পরিষ্কার করা, রান্না করা, গাড়ি পরিস্কার করা, কাপড় পরিস্কার করা এরকম সমস্ত কাজই তারা করে থাকেন।
এমনিতে আম্বানির জীবনযাত্রা বাড়িঘর, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবটাই আকর্ষণের কেন্দ্রবিন্দু। পরিবার ছোট হলেও তাদের দেখভালের জন্যই রয়েছে কয়েকশো কর্মচারী। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানির বাড়িতে কর্মরত কর্মীদের বেতন বার্ষিক ২৪ লক্ষ টাকার পাশাপাশি। পাশাপাশি বীমা থেকে শুরু করে নানবিধ সুযোগ সুবিধাও পায় তারা।
তবে এতটা সুযোগ সুবিধা কিন্তু এমনি এমনিই পায়না তারা। মুকেশ আম্বানির হাউস স্টাফরা কিন্তু হাইলি কোয়ালিফায়েড এবং ট্রেইনড। বিভিন্ন রেপুটেটেড কোম্পানি থেকে হায়ার করা হয় তাদের। অর্থাৎ মুকেশ আম্বানির বাড়িতে কাজ করতে গেলেও দরকার বেশ কয়েকটা ডিগ্রি। বিশেষ করে হোটেল ম্যানেজমেন্টের কোর্স থাকা আবশ্যক।
তবে শুধু ডিগ্রি থাকলেই হবেনা। তাদের লিখিত পরীক্ষাতে পাশ-ও করতে হয়। এছাড়া সিকিউরিটির জন্য হয় বিশেষ পরীক্ষা নিরিক্ষা। এতকিছুর পরে তবেই মুকেশ আম্বানির বাড়িতে কাজ করার অফার লেটার পাওয়া যায়। এবং একবার কাজে বহাল হওয়ার পর তাদের এন্টিলিয়ায় থাকার জন্য প্রাইভেট রুম দেওয়া হয়।