Mukesh Ambani celebrated Nita Ambanis birthday at Umaid Bhawan for RS 220 Cr

বড়লোকের বড় ব্যাপার! বৌ নীতার জন্মদিনেই ২২০কোটি খরচ করেন মুকেশ আম্বানি, কি কি আয়োজন ছিল জানেন?

নিউজশর্ট ডেস্কঃ সদ্যই আম্বানি বাড়িতে পা রেখেছে নতুন বউ রাধিকা মার্চেন্ট। এই অবস্থায় এখনও অ্যান্টিলিয়া জুড়ে বইছে খুশির হাওয়া। গত ১২ জুলাই চার হাত এক হয়েছে অনন্ত-রাধিকার। মুকেশ আম্বানি তাঁর ছোট পুত্রের বিয়ের জন্য খরচ করেছেন পাঁচ হাজার কোটি টাকা। এখনও পর্যন্ত সবথেকে ব্যয়বহুল বিয়ে হয়েছে তাঁদের।

তবে শুধু বিয়েতে নয়, এর আগে স্ত্রীর জন্মদিনেও (Nia Ambani Birthday) কোটি কোটি টাকা খরচ করেছিলেন মুকেশ! এই বছরে ৬১ বছরে পা দিতে চলেছেন মুকেশের স্ত্রী নীতা অম্বানী (Nita Ambani)। প্রতিবছরই স্ত্রীর জন্মদিনে নতুন নতুন উপহার ও চমকে ভরিয়ে দেন মুকেশ আম্বানি। তবে এর থেকে এক দশক আগে নীতাকে মুকেশ আম্বানি উপহার দিয়েছিলেন সবথেকে দামি জন্মদিন পার্টি।

স্ত্রীকে কত কোটির জন্মদিন উপহার দিয়েছিলেন মুকেশ?

২০১৩ সালে ৫০তম জন্মদিন পালন করেছিলেন নীতা। প্রতি বছর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালেও ৫০তম জন্মদিন উপলক্ষে স্ত্রীকে বিশেষ উপহার দিতে চেয়েছিলেন মুকেশ। স্ত্রীর জন্মদিনে চমক দেওয়ার জন্য পার্টি দেওয়ার সিদ্ধান্ত নেন মুকেশ।

Mukesh Ambani wift Nita Ambani birthday party

সূত্রের খবর, জোধপুরের উমেইদ ভবন প্রাসাদে নীতার জন্মদিন উপলক্ষে পার্টি দিয়েছিলেন মুকেশ। দু’দিন ধরে সেই পার্টি চলেছিল। নীতার জন্মদিনের পার্টির জন্য দেশবিদেশ থেকে উড়ে এসেছিলেন তারকারা। শিল্পপতিরাও ছিলেন অতিথিদের তালিকায়।অতিথিদের যাতায়াতের সুবিধার জন্য একাধিক চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছিলেন মুকেশ। মোট অতিথির সংখ্যা ছিল ২৫০-র বেশি।

আরও পড়ুনঃ বিয়ের খরচই ৫০০০ কোটি! অনন্ত-রাধিকার মত কয়েকশো কোটির উড়িয়ে এলাহী বিয়ে করেছিএখন এই ৫ দম্পতি

অতিথিদের তালিকায় শাহরুখ খান, প্রিয়ঙ্কা চোপড়ার পাশাপাশি ছিলেন সচিন তেন্ডুলকরের মতো ক্রিকেটার। মিত্তল এবং বিড়লা পরিবারের সদস্যদেরও দেখা পাওয়া গিয়েছিল ওই পার্টিতে। জন্মদিনের পার্টিতে মঞ্চে পারফর্ম করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। প্রিয়ঙ্কার পাশাপাশি নৃত্য পরিবেশন করেছিলেন মুকেশ-কন্যা ইশা অম্বানী।

শুধু নাচের পারফর্ম্যান্সই নয়, নীতার জন্মদিনে মঞ্চে গান গাইতে দেখা গিয়েছিল এআর রহমানকে। জোধপুরের প্রাসাদ সেজে উঠেছিল আলোর সাজে। নীতার নাম আলো দিয়ে লেখা হয়েছিল প্রাসাদের ভিতর। নীতার জন্মদিন উপলক্ষে জোধপুরের প্রাসাদে অতিথিদের বিনোদনের জন্য আলো দিয়ে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। আকাশের উপর আলো দিয়ে ধীরুভাই অম্বানীর মুখের অবয়বও আঁকা হয়েছিল।

যে ফুল দিয়ে পুরো প্রাসাদটি সাজানো হয়েছিল তা থাইল্যান্ড থেকে আনানো হয়েছিল বলে শোনা যায়। প্রাসাদের ভিতর বাচ্চাদের খেলাধুলো করার জন্য তৈরি করা হয়েছিল বিনোদন পার্ক। সেখানকার রাইডগুলি আনানো হয়েছিল লন্ডন থেকে। সংবাদমাধ্যম সূত্রে খবর, স্ত্রীর জন্মদিন উপলক্ষে দু’দিনের পার্টিতে ২২০ কোটি টাকা খরচ করেছিলেন মুকেশ। এখনও পর্যন্ত দেশের ‘সবচেয়ে দামি’ জন্মদিনের পার্টি সেটিই।

Avatar

Koushik Dutta

X