নিউজ শর্ট ডেস্ক: ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) কে না চেনে! গোটা আম্বানি পরিবারের বিলাসবহুল জীবন যাপনের দিকে ‘হাঁ’ করে তাকিয়ে থাকে গোটা দুনিয়া। বিগত বেশ কিছুদিন ধরেই মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রি-ওয়েডিং ঘিরে চলছে ব্যাপক চর্চা।
এই মুহূর্তে আমাদের দেশের নামী ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হলো মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries )। এবার তারাই দেশের আরও বেশ কিছু নামি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে সম্মিলিতভাবে বাজারে আনতে চলেছে একটি ‘এআই’ (AI) ভিত্তিক নতুন পরিষেবা।
সম্পূর্ণ মেকিং ইন্ডিয়া ভাবে প্রস্তুত এই মডেলের নাম দেওয়া হয়েছে ‘হনুমান’ (Hanuman)। মুকেশ আম্বানির সংস্থা ইতিপূর্বে ভারতে অন্য ধরনের পরিষেবা এনে সংযোজন ঘটিয়েছে। এর আগেও জিও ব্রেন পরিষেবা এনে তাক লাগিয়ে দিয়েছিল আম্বানির সংস্থা।
ভারতেও দিনে দিনে পথ প্রশস্ত হচ্ছে এআই পরিষেবার। আর এবার এই পরিষেবাকেই এক নতুন দিশা দিতে মুকেশ আম্বানির সংস্থা ও দেশের অন্যান্য বৃহত্তম ইঞ্জিনিয়ারিং সংস্থা গুলি সম্মিলিত ভাবে কনসর্টিয়াম ভারত জিপিটি গ্রুপ আগামী মাসেই বাজারে নিয়ে আসতে চলেছে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে বলীয়ান নতুন এআই পরিষেবা।
আরও পড়ুন: পূর্ণতা পায়নি ভালোবাসা! লাস্যময়ী এই বলি সুন্দরীর জন্যই আজও একা রতন টাটা
সম্প্রতি মুম্বাইতেই আয়োজন করা হয়েছিল একটি টেকনোলজিক্যাল কনফারেন্স। সেখানেই দেশের বড় বড় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান গুলির উপস্থিতিতে দেখানো হয়েছে এই টেকনোলজিক্যাল কনফারেন্স ‘হনুমান’-এর ডেমো।
এই ডেমোর শুরুতেই দেখা গিয়েছে হেলথ কেয়ার, গভর্ন্যান্স, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং এডুকেশান। এই চারটি বিষয়েই মোট ১১ টি ভারতীয় ভাষায় গ্রাহকদের পরিষেবা দিতে সক্ষম এই ‘হনুমান’।
এছাড়াও নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই মডেলে স্পিচ টু টেক্সট কনভার্সান-এর সুবিধাও পাওয়া যাবে। অন্যদিকে রিলায়েন্সের তরফে জানানো হয়েছে জিও ব্রেন এআই মডেলের পাশাপাশি এই মডেলেকেও গ্রাহকের চাহিদা মতো কাস্টোমাইজড করে দেওয়া হবে।