চাপে পড়েছে ইলন মাস্ক, সবাইকে চমকে দিয়ে মুকেশ আম্বানি লঞ্চ করলেন Jio Space Fibre

নিউজশর্ট ডেস্কঃ Jio, অভিনব ও নতুন কিছু করতে এই কোম্পানির জুড়ি মেলা ভার। প্রায় প্রতিদিনই মুকেশ আম্বানির(Mukesh Ambani) এই সংস্থা নিত্য নতুন পরিষেবা এনে চমক দিচ্ছে। এবারে তারা দেশের প্রত্যন্ত গ্রামের মানুষদের জন্য নিয়ে এল এক যুগান্তকারী পরিবর্তন। এবার থেকে একদম প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে যাবে উচ্চ গতির ইন্টারনেট। এই জন্য দিন-রাত এক করে পরিশ্রম করছিল কোম্পানিটি। এই দিন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই চালু করা হয় এই প্রযুক্তি। অনেকেরই মনে প্রশ্ন জাগছে কি এমন বিষয় হতে পারে যার জন্য এত পরিবর্তন আসবে। আজকের প্রতিবেদনে এই বিষয়েই বিস্তারিত তথ্য দেব আপনাদের।

এমনিতেই ইতিমধ্যে আম্বানির সংস্থা গত মাসেই জিও এয়ার ফাইবার চালু করে সকলকে চমকে দিয়েছে। আর এবারে এদিন তার থেকেও বড় ঘোষণা করা হল সংস্থার তরফে। এই নিয়ে এবছরের “মোবাইল ইন্ডিয়া কংগ্রেস ২০২৩” ইভেন্টে এই বিশেষ ‘জিও স্পেস ফাইবার(Jio Space Fibre) পরিষেবা চালু’ করেছে তারা। বিশেষ এই পরিষেবা চালু হবার ফলে দেশের প্রতিটি কোনায় পৌঁছে যাবে ইন্টারনেট পরিষেবা। বিশেষ এই জিও স্পেস ফাইবারের জন্য গ্রাহকদের একটি স্যাটেলাইট ডিশ এবং একটি ওয়াই-ফাই রাউটারের প্রয়োজন হবে। স্যাটেলাইট ডিশটি স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করবে এবং ওয়াই-ফাই রাউটার সেই সিগন্যাল ল্যাপটপ, মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসে পাঠানোর কাজ করবে।

বিশেষ এই জিও স্পেস ফাইবার পৌঁছে যাবে সমস্ত দুর্গম স্থানে। যেই সকল এলাকায় ফাইবার কেবলের মাধ্যমে ব্রডব্যান্ড সুবিধা পৌঁছানো কঠিন সেই সব জায়গাতেই পৌঁছে যাবে এই প্রযুক্তি। সহজেই নেট পরিষেবা প্রদান করবে সকল স্থানে। এটি একটি স্যাটেলাইট ভিত্তিক গিগা ফাইবার প্রযুক্তি, যা প্রত্যন্ত অঞ্চলগুলিতে সরবরাহ করবে উচ্চ গতির ইন্টারনেট।এই জিও স্পেস ফাইবার সারা দেশে খুবই স্বল্প দামে শীঘ্রই লঞ্চ করা হবে। এই বিষয়ে আশ্বাস এসেছে সংস্থার তরফে।

দিল্লির প্রগতি ময়দানে ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের’ অনুষ্ঠানে সংস্থার অন্যতম কর্ণধার ‘আকাশ আম্বানি’ এই প্রযুক্তি সামনে আনেন। উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, তিনিও নিজের হাতে দেখেন প্রযুক্তিটিকে। প্রাথমিকভাবে jio এই ‘জিও স্পেস ফাইবার’ পরিষেবা চালু করেছে ভারতের চারটি প্রত্যন্ত অঞ্চলে। এই অঞ্চলগুলি হল গুজরাটের গির জাতীয় উদ্যান, ছত্তিশগড়ের কোরবা, ওড়িশার নবরংপুর এবং আসামের ওএনজিসি-জোরহাট। এরপর ধীরে ধীরে আরও অঞ্চলে ছড়িয়ে যাবে এই পরিষেবা। রিলায়েন্স জিও-র এই পদক্ষেপ যে ইন্টারনেট ব্যবহারকারীদের এক নতুন দিশা দেখাবে তা বলাই বাহুল্য।

Papiya Paul

X