mukesh ambani may launch first electronic scooter know all the features

Moumita

জিও-র হাত ধরে আসছে প্রথম ইলেক্ট্রনিক স্কুটার, আম্বানির নতুন এই ব্যবসায় থাকছে বড়োসড়ো চমক

এইমুহুর্তে দেশের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকা তৈরি করতে হলে সবার আগে যে নামটা মাথায় আসবে তা হল মুকেশ আম্বানি(Mukesh Ambni)। কার্যত এক দশকেরও বেশি সময় ধরে দেশের ধনী ব্যক্তিত্বদের তালিকায় নিজেদের নাম বজায় রেখেছেন তিনি। রিলায়েন্স জিওর(Reliance Jio) হাত ধরে টেলিকম বাজারে এক নতুন বিপ্লব এনেছিলেন তারা। আর এবার হাত দিলেন অটোমোবাইল সেক্টরেও।

   

একথা সকলেই জানেন যে চিরাচরিত তেলের গাড়ি প্রায় উঠেই গেছে বলা চলে। তার জায়গায় আসছে ইলেকট্রিক গাড়ি। আর সেই প্রতিযোগিতায় নেমে পড়েছেন ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সংস্থার মালিক মুকেশ আম্বানি। শোনা যাচ্ছে এবার তারা লঞ্চ করতে চলেছেন তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার(Electronic Scooter)। আজকের প্রতিবেদনে এই স্কুটার সম্পর্কিত সমস্ত তথ্য দেব আপনাদের।

মডেল নাম : জানা যাচ্ছে মোট দুটি স্কুটার লঞ্চ করবে মুকেশ আম্বানির সংস্থা। Jio R এবং Jio R Pro নামের দুটি স্কুটার সামনে আসবে।

লুকস ও পারফরমেন্স : স্কুটারের পারফরম্যান্সের পাশাপাশি লুকসকেও ভিষণভাবে গুরুত্ব দিচ্ছে আম্বানির সংস্থা। চালককে সকলের থেকে ভিন্ন ফিলিংস দেওয়ার জন্য এতে রাখা হবে আধুনিক ফিচারসের পাশাপাশি আধুনিক লুক।

রং : প্রাপ্ত খবর অনুযায়ী মোট ১০ টি রঙে আনা হবে এই স্কুটার।

ব্যাটারি : এই স্কুটারে রয়েছে ৩.০ কিলোওয়াট লিথিয়াম আয়ন ব্যাটারী।

দূরত্ব : জানা যাচ্ছে একবার চার্জ দেওয়ার পর মোট ৭৫ কিঃমিঃ দূরত্ব অতিক্রম করতে পারবে এই ই স্কুটার।

দাম : মোট দাম কত হতে পারে সেই সম্পর্কে কোন আইডিয়া এখনও পাওয়া যায়নি। তবে বুকিং চার্জ খুব সম্ভবত ১৭০০০ হতে চলেছে।

কিভাবে বুক করবেন : জিওর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে নাম রেজিস্ট্রেশন করতে হবে। সেখান থেকে একটি আইডি নম্বার পাবেন আপনি। সেই আইডি নিয়ে যেতে হবে রিলায়েন্স ডিজিটাল স্টোরে। সেখান থেকে অর্ডার কনফার্ম করা হবে।

যদিও বিষয়টা জিওর তরফ থেকে নিশ্চিত করা হয়নি। তাই নিউজশর্টের তরফেও খবরটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। আপাতত মিডিয়ার গুঞ্জন এমনটাই।