Digha Jagannath Temple inaugaration date havent been announced yet No Rathyatra will be happening in Digha temple

প্রায় শেষের দিকে কাজ, রথযাত্রার দিনেই খুলবে দিঘার জগন্নাথ মন্দির? জেনে নিন আপডেট

নিউজশর্ট ডেস্কঃ অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন তারপরেই রথযাত্রা (Rathyatra)। ইতিমধ্যেই পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে এবছর পুরীর মত দিঘাতেও জগন্নাথ মন্দিরে রথযাত্রা (Digha Jagannath Temple) পালনের প্রস্তুতি শুরু হয়েছে। হ্যাঁ দীঘাটে নির্ণীয়মান জগন্নাথ মন্দিরের কথাই বলছি। সোশ্যাল মিডিয়াতে জোর চর্চা চলছে যে রথযাত্রার আগের দিনেই নাকি উদ্বোধন হবে মন্দিরের! সত্যিই কি তাই? চলুন আসল সত্যি জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

শুরুতেই বলে রাখি আগামী ৭ই জুলাই হল রথযাত্রা। এইদিনে পুরীর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রা শুরু হবে। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ এই পুণ্য তিথিতে রথের দড়িতে টান দিতে হাজির হয় পুরী। বিশেষ করে পুরীতে ওই দিনে থিক থিক করে মানুষের ভিড়ে। তবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়লেও এবছর দীঘাতে রথযাত্রার খবর সত্যি নয়।

আসলে পুরীর জগন্নাথ মন্দিরের জন্য পর্যটন শিল্পের ব্যাপক প্রসার হয়েছে। সেই মত দিঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে জগন্নাথ মন্দদির তৈরীর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই শুরু হয় নির্মাণ কাজ। ইতিমধ্যেই কাজ প্রায় শেষের দিকে। তবে যেমনটা জানা যাচ্ছে শুধু মন্দির নয়, সাথে একটি বিশালাকৃতি রথও নির্মাণ করা হচ্ছে। কিন্তু কাজ এখনও অসম্পূর্ন রয়েছে তাই এবছরের রথের আগে উদ্বোধন সম্ভব নয়।

Digha Jagannath Temple Progress

আরও পড়ুনঃ রেশনকার্ড থাকলেই পাবেন ১২০০০ টাকা! দেরি না করে কেন্দ্রের এই প্রকল্পে এখুনি আবেদন করুন

২০১৮ সালে দিঘা রেল স্টেশনের পাশেই ২৫ একর জমিতে মন্দির তৈরির কথা ঘোষণা করা হয়। এই মন্দির নির্মাণের আনুমানিক খরচ ২০০ কোটি টাকা ধার্য্য করা হয়েছে। বিগত ২০২২ সালের অক্ষয় তৃতীয়ার দিনে প্রথম কাজ চালু হয়। কিছুদিন আগেই হিডকোর ভাইস চেয়ারম্যান, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও কাঁথি মহকুমাশাসক কতটা কাজ হয়েছে সেই সমস্ত পরিদর্শন করেছেন।

জানা যাচ্ছে, কাজ এখনও বেশ কিছুটা বাকি রয়েছে। মূলত শ্রমিকের অভাবেই কাজের গতি মন্থর হয়ে যাচ্ছে। তাই কিছুটা দেরি হচ্ছে, তবে আশা করা হচ্ছে আর ২ বা ৩ মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। তাই সোশ্যাল মিডিয়াতে মন্দির উদ্বোধনের যে খবর ছড়িয়েছে তা একেবারেই ভিত্তিহীন।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X