স্বামী বলিউডের (Bollywood) বাদশা। তবে স্বামীর মত অভিনয় নিয়ে কোনো টান নেই তার। তার নেশা ঘর সাজানোতে। বিশ্বের তাবড় তাবড় ধনকুবেরদের বাড়ির অন্দরমহল সাজিয়ে তুলেছেন তিনি, ইনি হলেন শাহরুখ (Shahrukh Khan) ঘরনী গৌরী খান (Gauri Khan)। তাহলে চলুন দেখে নিই কার কার বাড়ি সাজিয়েছেন তিনি।
মুকেশ আম্বানি (Mukesh Ambani) : ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ‘অ্যানটিলিয়া’র অন্দরমহল নিজের হাতে সাজিয়েছেন গৌরী। তাদের বাড়ির লাউঞ্জে রয়েছে গৌরীর ছোঁয়া। এক সাক্ষাৎকারে শাহরুখ পত্নী বলেন, “নীতার সঙ্গে কাজ করে আমি খুব আনন্দ পেয়েছি, ‘অ্যানটিলিয়া’ তে কাজ করা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।”
করণ জোহর (Karan Johar) : পরিচালক এবং প্রযোজক করণ আর শাহরুখের বন্ধুত্বের কথা তো সকলেই জানেন। করণের পেন্টহাউসের অন্দরসজ্জা করেছেন গৌরী। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছিলেন করণ।
রণবীর কাপুর (Ranbir Kapoor) : তালিকায় রয়েছেন রণবীর কাপুরও। বান্দ্রায় যে বাড়িটি রয়েছে সেটি গৌরী সাজিয়ে তুলেছিলেন। প্যাস্টেল রঙের দেওয়ালের সাথে মেরুন রঙের সোফা সবটাই গৌরীর মস্তিষ্কপ্রসূত।
সিদ্ধার্থ মলহোত্রা (Siddharth Malhotra) : সিদ্ধার্থের পালি হিল হাউসের বাড়িটি সাজিয়েছেন গৌরী নিজে। এই বাড়ির দেওয়াল থেকে শুরু করে আসবাবপত্র সবই গৌরীর পছন্দ করা।
জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) : শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজের মুম্বাইয়ের বাড়িটি সাজিয়ে তুলেছেন গৌরী খান। গোটা বাড়িতে রয়েছে ভিনটেজ লুক। এই ঘরের বিশেষ আকর্ষণ হল একটি রঙ চটা মই।
আলিয়া ভট্ট (Alia Bhatt) : স্বামীর স্ত্রীও শাহরুখ পত্নীর ক্লায়েন্ট। আলিয়ার ভ্যানিটি ভ্যান সাজানোর দায়িত্ব গেছিল গৌরীর কাছে। সোশ্যাল মিডিয়াতে এই ভ্যানের ছবি পোস্ট করেছিলেন আলিয়া।