রিলায়েন্স জিও,জিওবুক,মুকেশ আম্বানি,নতুন ল্যাপটপ,Reliance Jio,Mukesh Ambani,JioBook,New Laptop

Moumita

ল্যাপটপেও এবার কামাল দেখাচ্ছে Jio, মাত্র ১৫ হাজার টাকায় মিলবে নতুন ল্যাপটপ! থাকছে দুর্দান্ত সব চমক

এই মুহূর্তে ভারত সহ গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে মুকেশ আম্বানির নাম। বিশ্বের সেরা প্রভাবশালী ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন তিনি। তিনি যখন প্রথম টেলিকম দুনিয়ায় পা রাখেন তখন এক ধাক্কায় ছিটকে গেছিলো দেশের তাবড় তাবড় সংস্থাগুলি। এইমুহুর্তে টেলিকম দুনিয়ায় যদি কেউ একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তাহলে তা মুকেশ আম্বানিই।

   

আর সাম্প্রতিক খবর অনুযায়ী এবার দেশের নামিদামি ল্যাপটপ ব্র্যান্ড গুলিরও রাতের ঘুম কেড়ে নিতে চলেছেন রিলায়েন্স জিও’র কর্ণধার। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে রিলায়েন্স জিও’র ল্যাপটপ। সূত্রের খবর, এই ল্যাপটপের প্রারম্ভিক মূল্য হবে ১৫ হাজার টাকা, যার কারণে বাজারে উপস্থিত বড় বড় কোম্পানিগুলোকে লোকসানের মুখে পড়তে হতে পারে।

রিলায়েন্স ল্যাপটপ জিওবুক : মুকেশ আম্বানির কোম্পানি যে ল্যাপটপটি লঞ্চ করার পরিকল্পনা করছে তার নাম JioBook। এই ল্যাপটপের প্রারম্ভিক মূল্য হবে মাত্র ১৫ হাজার টাকা‌‌। এবার থেকে দরিদ্র ও সাধারণ পরিবারের লোকেরা কোনো সমস্যা ছাড়াই JioBook কিনতে পারবেন। Jio Phone-এর সাফল্যের পরে, এই ল্যাপটপ বাজারে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী সময়ে HP, DELL এবং LENOVO-এর মতো বড় কোম্পানির ল্যাপটপের সাথে প্রতিযোগিতা করবে।

JioBook-এ কী বিশেষত্ব থাকবে : সূত্রের খবর, রিলায়েন্স জিওর লঞ্চ করা JioBook ল্যাপটপে 4G সিমের সুবিধা থাকবে, যার কারণে গ্রাহক মোবাইলের মতো ল্যাপটপের সাথে তার সিমকার্ড সংযোগ করতে পারবেন। এর সাথে, অন্যান্য ল্যাপটপের মতো JioBook-এ বিভিন্ন ধরণের বৈশিষ্ট্য উপস্থিত থাকবে। যা গ্রাহকরা তাদের প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী ব্যবহার করতে পারবেন।

উল্লেখযোগ্য বিষয় হলো এই যে, JioBook ল্যাপটপটি ভারতেই তৈরি করা হবে। যার জন্য রিলায়েন্স জিও, ফ্লেক্স নামে একটি উৎপাদনকারী সংস্থার সাথে হাত মিলিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কোম্পানিটি সাল ২০২৩ এর মধ্যে সারা দেশে ১.৪৮ কোটি ল্যাপটপ বিক্রি করার টার্গেট নিয়েছে। এর সাথেসাথে JioBook-কে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ভারতের সরকারি স্কুল এবং প্রতিষ্ঠানগুলিতে বিতরণ করা হবে। আর এর তিনমাস পর এই ল্যাপটপ অফিসিয়ালি লঞ্চ করা হবে বলে খবর।