নিউজ শর্ট ডেস্ক: দেশের ইতিহাস এই প্রথমবার কোন ব্যবসায়িক উদ্যোগ সফল করতে হাত মেলাতে চলেছেন ভারতের তথা এশিয়ার দুই সফল উদ্যোগপতি রতন টাটা (Ratan Tata) এবং মুকেশ আম্বানি (Mukesh Ambani)। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান টাটা গ্রুপ এবার পার্টনারশিপে নামতে চলেছে।
রিলায়েন্স গোষ্ঠীর দেওয়া যৌথ উদ্যোগে কাজ করার প্রস্তাব নিয়ে নাকি ইতি মধ্যেই চিন্তাভাবনাও শুরু করে দিয়েছে টাটা গোষ্ঠী। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইকনোমিক টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স টাটা প্লে’তে (Tata Play) পার্টনারশিপের (Partnership) জন্য ২৯.৮% শেয়ার কিনতে চেয়েছে।
সকলেই জানেন এখনকার দিনে ব্যাপক হারে বাড়ছে ওটিটি প্লাটফর্মের (OTT Platform) জনপ্রিয়তা। যার মধ্যে অন্যতম নেটফ্লিক্স,হটস্টার এবং অ্যামাজন প্রাইমের মত ওটিটি প্ল্যাটফর্ম। এই ওটিটি প্লাটফর্মের যুগে টাটা প্লে-ও এমনই একটি সাবস্ক্রিপশন ভিত্তিক স্যাটেলাইট টিভি এবং ভিডিও স্ট্রিমিং পরিষেবা।
এই টাটা প্লে’র শেয়ার কিনে রিলায়েন্স গোষ্ঠী এবার টেলিভিশন ডিস্ট্রিবিউশন সেক্টরেও বিনিয়োগ বাড়াতে উদ্যোগী হয়েছে। সেই কারণে ওয়াল্ট ডিজনির সঙ্গে চুক্তিও করতে চাইছেন তাঁরা। আসলে বর্তমানে টাটা প্লে-র ওয়াল্ট ডিজনি। কিন্তু বর্তমানে এর ৫০.২ শতাংশ শেয়ার নিয়ে সর্বোচ্চ অংশের অধিকারী টাটা গ্রূপ। আর বাকি শেয়ারের মালিকানা রয়েছে ডিজনি ও সিঙ্গাপুরের বিনিয়োগ ফার্ম টেমাজেকের হাতে।
রিপোর্ট বলছে , সিঙ্গাপুরের টেমাজেক কোম্পানি ২০ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। যার মোট মূল্য ১ বিলিয়ন ডলার। জানা গিয়েছে এই বিষয়ে ইতিমধ্যেই টাটা গ্রুপের সঙ্গে আলোচনাও হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। আপাতত রিলায়েন্স, ডিজনি এবং টাটা সন্স- তিন পক্ষই এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে।
আরও পড়ুন: শুধু বিলাসবহুল বাড়ি নয়, মুকেশ আম্বানির গাড়ি ও প্রাইভেট জেটের সংখ্যা শুনলে ভিরমি খাবেন
তবে যদি রিলায়েন্স এবং টাটা প্লে-র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়, তাহলে এটিই টাটা গ্রুপ এবং রিলায়েন্স গ্রুপের মধ্যে প্রথম উদ্যোগ হবে। সূত্রের খবর, এই চুক্তি সম্পন্ন হলে রিলায়েন্সের জিও সিনেমা টাটা প্লে’র গ্রাহকদের কাছেও খুব সহজেই পৌঁছতে পারবে। এমনকি রিলায়েন্স তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমার পুরো কনটেন্ট ক্যাটালগ-ও টাটা প্লে গ্রাহকদের হাতে তুলে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।
প্রসঙ্গত বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট বলছে বর্তমানে বাজারে টাটা প্লে’র ভালো হোল্ড রয়েছে। তবে বর্তমানে এটি নেটফ্লিক্স, হটস্টার, জিও সিনেমা এবং অ্যামাজন প্রাইমের সাথে কড়া প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে। গত অর্থবর্ষে টাটা প্লে-র এই সংস্থার লোকসান হয়েছে মোট ১০৫ কোটি টাকা। তবে ২০২২ সালের আর্থিক বছরে, কোম্পানির মোট ৬৮.৬০ টাকা লাভ হয়েছিল।