Mukesh Ambani

বাবার যোগ্য সন্তান, আরও ৫০ টি ব্র্যান্ড এনে মুকেশ আম্বানির ব্যবসা এগিয়ে নিয়ে গেল ইশা

কেবলমাত্র ভারতে নয়। গোটা বিশ্বজুড়ে যে কয়েকজন ধনকুবের রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও সাদাসিদা জীবনযাপন করতেই বেশি ভালবাসেন তিনি। যদিও তার স্ত্রী নীতা আম্বানি (Nita Ambani) এবং সন্তানেরা কিন্তু বিলাসবহুল জীবনযাত্রাতেই অভ্যস্ত।

বর্তমানে ব্যবসার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন মুকেশ আম্বানির সন্তানেরা। আকাশ আম্বানি, অনন্ত আম্বানি এবং ইশা আম্বানি রিলায়েন্সকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে সবচেয়ে বেশি কৃতিত্ব পাওয়ার যোগ্য মুকেশ আম্বানির একমাত্র কন্যা ইশা। তিনি ইন্টারন্যাশনাল বেশ কিছু ব্র্যান্ড ভারতবর্ষের মাটিতে নিয়ে এসেছেন।

বর্তমানে টেলিকম ক্ষেত্রেই যে রিলায়েন্স এগিয়ে এমনটা কিন্তু নয়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ একগুচ্ছ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। ফিল্ম প্রযোজনা থেকে শুরু করে পেট্রোলের ব্যবসা সহ বেশ কিছু ব্যবসাতে বিনিয়োগ করে চলেছেন ধনকুবের মুকেশ আম্বানি।

ইশা আম্বানির রিলায়েন্স রিটেল এর হাত ধরে খুব শীঘ্রই ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে প্রায় ৫০ টি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা। জানেন কি এই তালিকায় কোন কোন সংস্থার নাম উঠে এসেছে? চলুন জেনে নেওয়া যাক।

এই তালিকায় জায়গা পেয়েছে ভার্সেস, ব্যালেন্সিয়াগা, আরমানি এক্সচেঞ্জ, জিমি চু, হুগো বস, ব্রুকস ব্রাদার্স, বারবেরি,হানকেমুলার, মাইকেল কর্স, এমপরিয়ো আরমানি, মার্কস অ্যান্ড স্পেন্সারের সহ বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ড।

মুকেশ আম্বানি,ইশা আম্বানি,জিও,রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ,Mukesh Ambani,Isha Ambani,Jio,Reliance Industrial Group

যদিও এই প্রথম নয়। এর আগেও বহুবার ঘটেছে এই ঘটনা। মুকেশ আম্বানি মাঝেমধ্যেই বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন। এমনকি হাত মেলান বিদেশি সংস্থার সঙ্গে। বর্তমানে ৫ জি নিয়ে এসেছে জিও। সারা ভারতে এই নেটওয়ার্ক ছড়িয়ে পড়তে কত সময় লাগে এখন সেটাই দেখার।

Avatar

Additiya

X