নিউজশর্ট ডেস্কঃ দেখতে দেখতে ২০২৩ সালটাও এবার শেষের পথে। নভেম্বর মাস মানেই উৎসবের মাস। দিওয়ালি কালীপূজো, ছটপুজো থেকে শুরু করে একের পর এক উৎসবে মেতে উঠতে চলেছেন গোটা দেশবাসী। আর এই উৎসবের মরসুমে টেলিকম (Telecom) সংস্থাগুলির জন্য তৈরি হয় বিরাট বাজার।
তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে টেলিকম সংস্থাগুলির মধ্যেই চলতে থাকে এক ধরনের ঠান্ডা লড়াই। কে বেশি সংখ্যক গ্রাহক টানতে পারে তা নিয়ে টেলিকম সংস্থাগুলির মধ্যে বছর বছর এই ধরনের লড়াই দেখা যায়।এই মুহুর্তে আমাদের দেশের বড় বড় টেলিকম সংস্থাগুলি যেমন জিও (Jio), বিএসএনএল, ভোডাফোন আইডিয়া,এয়আরটেল প্রত্যেকে নিজেদের গ্রাহকদের ধরে রাখতে এবং বিক্রির বাজার বৃদ্ধি করতে রিচার্জ সংক্রান্ত একগুচ্ছ প্লান নিয়ে হাজির হয় সারা বছর।
তবে এবার এই উৎসবের মরসুমকে কাজে লাগিয়ে এক বিরাট সিদ্ধান্ত নিল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। আম্বানিদের এই সিদ্ধান্তে ঘুম ওড়ার জোগাড় হয়েছে ভোডাফোন আইডিয়া, এয়ারটেল কিংবা বিএসএনএলের মত টেলিকম সংস্থাগুলির।কি ভাবছেন? কি এমন প্লান আনলো জিও, যা চিন্তায় ফেলে দিয়েছে দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলিকে।
তাই আপনিও যদি জিও গ্রাহক হন আর এই জিওর এই নতুন প্ল্যান সম্পর্কে জানতে চান তাহলে দেরি না করে এখনই পড়ে নিন এই প্রতিবেদনটি। দিওয়ালির আগে গ্রাহকদের এই উপহার দিয়ে সত্যিই চমকে দিয়েছেন আম্বানিরা। জিওর ঘোষণা করা হয়েছে এই মুহূর্তে 5G বাজারে এলেও রিচার্জ প্ল্যান ব্যয়বহুল হবে না। আকাশ আম্বানির কথায়, ‘আমাদের গ্রাহকদের চেয়ে বড় কেউ নেই। আমরা তাদের অভিজ্ঞতা উন্নত করার জন্য আমাদের পরিষেবা উন্নত করা চালিয়ে যাব।’
অন্যদিকে এয়ারটেল, ভোডাফোনের মতো সংস্থাগুলি তাদের প্ল্যান ব্যয়বহুল করার কথা ভাবছে। ২০১৬ সালে এই সস্তার প্ল্যান এনে সবাইকে চমকে দিয়েছিল জিও। জিওর তরফে জানানো হয়েছে, ‘আমরা এখনও এই প্ল্যান বহাল রেখেছি। সবচেয়ে সস্তা ৫জিও দিচ্ছে জিও। এর পাশাপাশি আমাদের সেই ২৪০ মিলিয়ন মানুষকেও সংযুক্ত করতে হবে যারা এখনও অন্যান্য কোম্পানির টুজি নেটওয়ার্কে কাজ করছেন।তাই আমরা আমাদের প্ল্যানে কোনো পরিবর্তন আনছি না।’