মুকেশ খান্না,পাঠান,বেশরম রং,বিতর্ক,সেন্সর বোর্ড,বলিউড,বিনোদন,Mukesh Khanna,Pathan,Beasharam Rang,Controversy,Sensor Board,Bollywood,Entertainment

‘বিষয়টা অশ্লীলতার’, পাঠান’র নিন্দায় সরব হলেন শক্তিমান খ্যাত মুকেশ খান্না

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ এবং দীপিকা অভিনীত পাঠান ছবি। ছবি নিয়ে বিতর্ক জারি রয়েছে। নির্মাতারা পড়েছেন মহা ফাঁপরে। লাল সিং চাড্ডার মত পরিণতি হবে না তো! এদিকে এবার পাঠান ছবির বিরুদ্ধে মুখ খুললেন শক্তিমানের অভিনেতা মুকেশ খান্না। ছবির পাশাপাশি তিনি একহাত নিয়েছেন সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকেও।

পাঠান ছবি নিয়ে বিতর্ক তো ছিলই। কিন্তু সেই বিতর্কে ঘি ঢেলেছে ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’। গেরুয়া বিকিনিতে দীপিকাকে দেখে চরম আপত্তি উঠেছে দেশজুড়ে। চারিদিকেই ধিক্কার রব আসছে ছবির বিরুদ্ধে। এবার সেই তালিকায় নতুন নাম মুকেশ খান্না।

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘আমার মনে হয় আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গিয়েছে। এটি একটি অশ্লীল বিষয়, এর সঙ্গে ধর্মীয় সমস্যার কোনও সম্পর্ক নেই। সেন্সর বোর্ড সুপ্রিম কোর্ট নয়। ওঁরা আমাকে বিশিষ্ট ব্যক্তি হিসেবে মান্য করে। তাহলে হিন্দু ধর্মের উপর এই ধরণের আক্রমণ কি চোখের সামনে দেখা যায়?’

মুকেশ খান্না,পাঠান,বেশরম রং,বিতর্ক,সেন্সর বোর্ড,বলিউড,বিনোদন,Mukesh Khanna,Pathan,Beasharam Rang,Controversy,Sensor Board,Bollywood,Entertainment

অভিনেতা আরও জানান, ‘ঠিক আছে, সমস্যাটি অশ্লীলতার। আমাদের দেশ স্পেন বা সুইডেন বা এমন একটি দেশ নয় যা সবকিছুতে অনুমোদন দেবে। সীমিত পোশাকে সবার সামনে আনা হয়েছে, এরপর দেখব পোশাক ছাড়াই সামনে আনছে! সেন্সর বোর্ডের কাজ হলো ছবি যেন কারও অনুভূতি ও বিশ্বাসে আঘাত না পায় তা নিশ্চিত করা।’

মুকেশ খান্না,পাঠান,বেশরম রং,বিতর্ক,সেন্সর বোর্ড,বলিউড,বিনোদন,Mukesh Khanna,Pathan,Beasharam Rang,Controversy,Sensor Board,Bollywood,Entertainment

অভিনেতা সবশেষে সেন্সরবোর্ডকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে বলেছেন, ‘সেন্সর অবশ্যই এমন ছবি পাস করবে না যা যুব সমাজকে বিভ্রান্ত করে বা প্ররোচিত করে। এই গান তরুণদের মনকে বিভ্রান্ত করতে পারে, বিপথে নিতে পারে। এটি OTT-এর জন্য তৈরি গান নয়, একটি সিনেমা। কীভাবে সেন্সর এটা পাস করতে পারে? ইচ্ছাকৃত ভাবে উস্কানিমূলক পোশাক কি তারা দেখতে পায়নি?’

Avatar

Moumita

X