Mukut Serial

Moumita

মুকুট সিরিয়ালের নতুন হ্যান্ডসাম হিরোকে চেনেন? রইল অভিনেতার পরিচয়

‘মাধবীলতা’ বেশিদিন না চললেও শ্রাবণী ভুঁইয়া (Srabani Bhuiyan) কিন্তু টেলিপাড়ার প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন। জি বাংলার (Zee Bangla) ‘জীবন সাথী’ সিরিয়ালের মাধ্যমে পরিচিতি পেলেও পরে তিনি স্টার জলসায় চলে যান। তবে জলসার এই ধারাবাহিক কিন্তু খুব বেশিদিন চলেনি। যদিও খুব বেশিদিন তিনি বসে থাকেননি, নতুন সিরিয়াল ‘মুকুট’ (Mukut) নিয়ে জি তে কামব্যাক করেছেন তিনি।

   

নতুন এই ধারাবাহিকে শ্রাবণী, শ্রীপর্ণা রায়, আনন্দ ঘোষের মতো চেনা মুখ-রা থাকলেও অভিনেত্রীর বিপরীতে নায়ক হিসাবে যাকে দেখা যাচ্ছে তিনি কিন্তু এক রকম অচেনাই। যদিও এটাই কিন্তু এই নায়কের প্রথম সিরিয়াল নয়। এর আগেও ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে মূখ্য চরিত্রে এটাই তার প্রথম অভিনয়।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,মুকুট,জি বাংলা,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Mukut,Zee Bangla,Srabani Bhuiyan,শ্রাবণী ভুঁইয়া

এর আগে কালার্স বাংলার ‘তুমি যে আমার মা’, সান বাংলার ‘দেবী’, ‘সুন্দরী’র মতো সিরিয়ালে দেখা গেছে অর্ঘ্যকে। যদিও এই সব ধারাবাহিকেই তাকে পার্শ্ব চরিত্রেই দেখা গেছে তাকে। ‘মুকুট’ই প্রথম ধারাবাহিক যেখানে নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। সাংবাদিক রায়ানের চরিত্রে অভিনয় করছেন তিনি।

টলিউড,বিনোদন,গসিপ,বাংলা ধারাবাহিক,মুকুট,জি বাংলা,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Mukut,Zee Bangla,Srabani Bhuiyan,শ্রাবণী ভুঁইয়া

প্রসঙ্গত, জন্মসূত্রে অর্ঘ্য বর্ধমানের ছেলে হলেও, এখন তিনি কলকাতাতেই থাকেন। এমনকি এর আগে মডেলিং-ও করেছেন তিনি। কাজ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও। এমনকি বড় পর্দায়, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘মহিষাসুর মর্দিনী’ ছবিতেও অংশ নিয়েছেন তিনি। জানা গেছে, অভিনয়ের সঙ্গে সঙ্গে গানের প্রতিও নাকি আগ্রহ রয়েছে অর্ঘ্যর।

https://www.instagram.com/reel/CqQWtINvpfv/?utm_source=ig_web_copy_link 

যাইহোক, গত ২৬ মার্চ থেকে রাত সাড়ে নটার স্লটে শুরু হয়েছে ‘মুকুট’র পথচলা। গল্পের প্লট হল, এমন একজন মেয়েকে নিয়ে যে যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে। দেবী মায়ের হাতে অস্ত্র না দিয়ে ফুল তুলে দেয় মুকুট। তবে পরিস্থিতি বুঝে চন্ডী রূপ ধারণ করতেও দ্বিধা করেনা সে। কঠিন পরিস্থিতির মুখে পড়ে শেষমেষ তাকেও হাতে তুলে নিতে হয় অস্ত্র।