নিউজ শর্ট ডেস্ক: ঘুরতে যেতে করব না মন চায়! আর ঘুরতে যাওয়ার জায়গা যদি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং মালদ্বীপ (Maldives) কিংবা লাক্ষাদ্বীপ (Lakshadweep) হয় তাহলে তো কথাই নেই। কিন্তু ইদানিং মালদ্বীপ বয়কটের ডাক দিয়েছেন ভারতীয়রা। পরিবর্তে দেশীয় লাক্ষাদ্বীপকেই ভোট দিচ্ছেন সকলে। তবে লাক্ষাদ্বীপ তো আর চাইলেই যাওয়া যায় না দরকার হয় বিশেষ অনুমতিপত্রের। তাই এসব ঝামেলা ছাড়াই কম খরচে ঘুরে আসুন বাংলার (West Bengal) বুকেই অবস্থিত এই ৮ দ্বীপ (Island) থেকে।
হেনরি দ্বীপ:
দক্ষিণ ২৪ পরগনার বকখালির হেনরি দ্বীপ পর্যটকদের কাছে দারুন আকর্ষণের একটি জায়গা। এখানকার ম্যানগ্রোভ অরণ্যের পথ ধরে হাঁটতে হাঁটতে সমুদ্রের যে শোভা নজরে আসে তা এককথায় অবর্ণনীয়। সাদা বালির ওপর আছড়ে পড়া নীল জল এই দ্বীপের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলেছে।
মৌসুনি দ্বীপ:
সোশ্যাল মিডিয়ায় কিংবা ইউটিউব ব্লগারদের দৌলতে নামখানার মৌসুনি দ্বীপের নাম শুনেছেন সকলেই। হালের প্রি ওয়েডিং শ্যুটের জন্য-ও ফটোগ্রাফারদের অত্যন্ত পছন্দের জায়গা এই দ্বীপ।
জম্বু দ্বীপ:
বেনফিশ বন্দর থেকে ছোট নৌকায় করে এই দ্বীপে যেতে সময় লাগে প্রায় ১ ঘন্টা। বকখালির কাছে অবস্থিত এই ছোট দ্বীপে পর্যটকদের নামতে দেওয়া হয় না। তবে, পর্যটকরা নৌকায় চড়েই দ্বীপের আশপাশে ঘুরতে পারেন। দ্বীপের সৈকতে পরিযায়ী পাখি এবং লাল কাঁকড়া দেখা যায়।
ত্রিকোণ দ্বীপ:
প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই দ্বীপটি প্রকৃতি প্রেমীদের কাছে অন্যতম মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। নামের সাথেই বিরাট মিল রয়েছে এই ত্রিকোণ দ্বীপের। তাই এই দ্বীপটি দেখতেও ত্রিভুজাকার। তবে মনে রাখতে হবে এটা রয়েল বেঙ্গল টাইগারের ডেরা।
মাছরাঙা দ্বীপ :
ইছামতী নদীর উপর, ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেই রয়েছে এই মাছরাঙা দ্বীপ। ম্যানগ্রোভের ঘন জঙ্গলের মধ্যেই দেখা যায় মাছরাঙা পাখিদের। টাকি থেকে নৌকা কিংবা লঞ্চে করেই এই দ্বীপে পৌঁছনো যায়।
আরও পড়ুন: শুধু দেশে নয়, বিদেশেও চলবে তড়তড়িয়ে, পয়সা উসুল প্ল্যান লঞ্চ Jio-র, এইভাবে মিলবে সুবিধা
সাগর দ্বীপ:
বাংলার বুকে অবস্থিত বৃহত্তম দ্বীপ হল সাগর দ্বীপ। দিনে দিনে এই দ্বীপ পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। এই দ্বীপেই রয়েছে সেই বিখ্যাত কপিল মুনির আশ্রম। প্রতিবছর পৌষ সংক্রান্তির সময় গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে বিপুল জন সমাগম হয় এই দ্বীপটিতে।
পূর্বাশা দ্বীপ
বঙ্গোপসাগরের হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত পূর্বাশা দ্বীপের সৌন্দর্য্য হার মানাবে বিদেশী সমুদ্র সৈকত গুলোকেও। এই দ্বীপটি দক্ষিণ তালপট্টি নামেও পরিচিত।
রকি আইল্যান্ড:
নাম আইল্যান্ড হলেও উত্তরবঙ্গের এই জায়গাটি কোনও দ্বীপ নয়। বড় বড় পাথরে ঠাসা ভরা একটি ঝরনা।আসলে ঝরনার মধ্যে পাথরগুলি এমনভাবে পড়ে আছে যে সেগুলিকে দেখে দ্বীপ বলে মনে হতেই পারে। বাড়তি পাওনা পথের দুপাশে সারি দিয়ে থাকা অপরূপ সুন্দর চা বাগান।