Mutual Fund

Mutual Fund: মিউচুয়াল ফান্ডে টাকা রাখছেন! এই বিষয়গুলি না জানলে ডুবতে পারে কষ্টের টাকা

নিউজশর্ট ডেস্কঃ এখন বহু মানুষ মোটা টাকা ইনকামের আশায় শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে(Mutual Fund) অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ বাজারগত ঝুঁকিসাপেক্ষ। এটি যেহেতু আর্থিক বাজারের কর্মক্ষমতার ওপর এবং লাভ-ক্ষতির ওপর নির্ভর করে তাই এখানে অর্থ যেমন বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক তেমনি লোকসান হওয়ারও অনেক সম্ভাবনা আছে।

তাই মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগের আগে সমস্ত বিষয়ে ভালো করে পর্যালোচনা করে তারপর বিনিয়োগ করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মিউচুয়াল ফান্ডে লাভ এবং ক্ষতি সম্পূর্ণটাই বিভিন্ন কারণের উপর নির্ভর করে। বাজারের অস্থিরতা, অর্থনৈতিক বৃদ্ধি, স্টক পারফরম্যান্স ইত্যাদি সমস্ত কিছুর উপরেই নির্ভরশীল।

মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নিলে আপনার অর্থ বিনিয়োগের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। ১) একজন ফান্ড ম্যানেজার নিয়োগ করা হবে। সেই ম্যানেজার নিশ্চিত করবে রিটার্ন বেশি এরকম স্টক, বন্ড বা কমোডিটির মতো বিভিন্ন বিনিয়োগ বিকল্পে অর্থ বিনিয়োগ করা।

Mutual Fund

আরও পড়ুন: LPG Gas Cylinder: ফের এত টাকা দাম কমল LPG সিলিন্ডারের! নতুন মাসে অনেক সস্তা রান্নার গ্যাস, কলকাতায় দাম কত?

২) এছাড়া মিউচুয়াল ফান্ড বাজারের ঝুঁকির ওপর যেহেতু নির্ভরশীল। তাই বাজারের অস্থিরতা স্টকের লাভ-লোকসান, অর্থনৈতিক বৃদ্ধি এবং অনভিক্ষ যদি ফান্ড ম্যানেজার হয় সেটার উপরেও নির্ভর করে।
৩) মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ভালো রিটার্ন পেতে গেলে ন্যূনতম পাঁচ বছরের সময়ের সঙ্গে বিনিয়োগ করা উচিত।
৪) মিউচুয়াল ফান্ডের  নেতিবাচক রিটার্ন পাওয়ার সময় বেশি চিন্তা করা উচিত নয়। বরং বিনিয়োগ চালিয়ে যাওয়া উচিত। যাতে একই মূল্যে আরও বেশি অর্থ সংগ্রহ করা যায়।

Papiya Paul

X