কেওয়াইসি,KYC,মিউচুয়াল ফান্ড,Mutual Fund,আধার,Aadhar,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

KYC: ‘বন্ধ’ হওয়ার মুখে Mutual Fund অ্যাকাউন্ট! আধার কার্ডের মাধ্যমে KYC না করালেই মহা বিপদ 

নিউজ শর্ট ডেস্ক: বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বিনিয়োগকারীদের জন্য এবার একটি নতুন নিয়ম চালু করেছে। ২০২৪ সালের পয়লা এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে মিউচুয়াল ফান্ড কেনার জন্য বিনিয়োগকারীদের বাধ্যতামূলকভাবে আধারের (Aadhar) মাধ্যমে তাদের কেওয়াইসি (KYC) করাতে হবে।

   

কেউ যদি নিজের আধার তথ্য না দিয়ে থাকেন তাহলে নতুন মিউচুয়াল ফান্ড ইউনিট কিনতে পারবেন না। বিনিয়োগকারীদের কেওয়াইসি রেজিস্ট্রেশন এজেন্সি যেমন CMS এর মতো KRAs-এ নিবেশ জারি রাখার জন্য কমপ্লায়েন্সের স্টেটাস চেক করতে হবে।

এই প্রসঙ্গে লাইভ মেন মুম্বাই ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থা ল্যাডার সেভেন এর ম্যানেজিং ডিরেক্টর এবং প্রতিষ্ঠাতা সুরেশ  সদগোপন জানিয়েছেন অনেক বিনিয়োগকারী আছেন যারা আধার ভিত্তিক যাচাই কারণ করেননি। আধার  ভিত্তিক কেওয়াইসি ছাড়া বিনিয়োগকারীরা  নতুন মিউচুয়াল ফান্ড স্কিমে বিনিয়োগ করতে পারবেন না। তাই গ্রাহকদের  প্রয়োজনীয় পরিবর্তন সম্পর্কে জানানো হয়েছে।

কেওয়াইসি,KYC,মিউচুয়াল ফান্ড,Mutual Fund,আধার,Aadhar,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

সেইসাথে তিনি বিনিয়োগকারীদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়ার কথাও জানিয়েছেন। কিন্তু আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক হওয়ার পর এনআরআইদের জন্য তা সমস্যা তৈরী করেছে। আধার ভেরিফিকেশনের জন্য যে ওটিপি ভেরিফিকেশন প্রয়োজন,তার  জন্য অবশ্যই একটি ভারতীয় মোবাইল কানেকশন থাকতে হবে।

আরও পড়ুন: আরও সস্তা হল রান্নার গ্যাস! ১০০ টাকা খরচ বাঁচাতে বুকিং করুন এই পদ্ধতিতে 

কিন্তু বেশিরভাগ অনেক এনআরআই তাদের কেওয়াইসি স্ট্যাটাস আপডেট করতে পারেন না কারণ তাদের কাছে শুধুমাত্র আন্তর্জাতিক মোবাইল নম্বর রয়েছে।

SIP

KYC-করানোর জন্য অফিসিয়াল বৈধ নথিগুলি কী কী?

আধার
পাসপোর্ট
ড্রাইভিং লাইসেন্স
ভোটার আইডি কার্ড
জব কার্ডের ওপর রাজ্য সরকারের একজন আধিকারিকের স্বাক্ষর
জাতীয় জনসংখ্যা রেজিস্টার দ্বারা জারি করা চিঠি, যেখানে  নাম/ঠিকানার বিশদ বিবরণ থাকবে
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বৈধ অন্য কোনো নথি।