Mutual Fund

Mutual Fund: শুধু মোটা টাকা রিটার্ন নয়, মিউচুয়াল ফান্ডের বিপরীতে মেলে লোনও! কিভাবে মিলবে সুবিধা?

নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষই জানেন না শুধুমাত্র ব্যাংক থেকে ঋণ নয়, মিউচুয়াল ফান্ডের(Mutual Fund) বিপরীতেও ঋণ পাওয়া যায়। বর্তমান প্রজন্মের মানুষেরা মিউচুয়াল ফান্ডে প্রচুর টাকা বিনিয়োগ করছেন। এটি একটি লিকিউডিটি ফান্ড হিসেবে পরিচিত। অর্থাৎ এখানে যখন খুশি টাকা তোলা যায়।

তবে সমস্ত ফান্ডের ক্ষেত্রেই যে এই সুবিধা মিলবে তা কিন্তু নয়। অনেক সময় আর্থিক সংকট এসে পড়লে টাকার প্রয়োজন এলে ফান্ড ভাঙাতে চান না অনেকেই। সেক্ষেত্রে ফান্ডের বিপরীতে লোনা পাওয়ার সুবিধা রয়েছে। যার ফলে ফান্ড ভাঙ্গাতেও হলো না আবার টাকার বন্দোবস্ত হয়ে গেল। এবার দেখে দিতে হবে মিউচুয়াল ফান্ডের বিপরীতে কত টাকা লোন পাওয়া যায়।

মিউচুয়াল ফান্ড হোল্ডিং-এর নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ পাওয়া যায়: অর্থাৎ একজন বিনিয়োগকারী কতটা ঋণ পেতে পারেন, সেটা তার মিউচুয়াল ফান্ড হোল্ডিং-এর ওপর নির্ভর করে।

আরও পড়ুন: Mutual Fund: লক্ষ লক্ষ টাকা কামাতে চান? এই ৩ টি মিউচুয়াল ফান্ড আপনাকে দিতে পারে সেই সুযোগ!

ঋণের আপার লিমিট: মিউচুয়াল ফান্ডের ঋণের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা রয়েছে। এখানেও অনেক ব্যাংকের মতোই সর্বোচ্চ এবং সর্বনিম্ন দিনের পরিমাণ নির্দিষ্ট করা থাকে।

সব ব্যাংক থেকে ঋণ মেলেনা: বেশিরভাগ ব্যাংকেই তাদের ঠিক করে দেওয়া মিউচুয়াল ফান্ডের বিপরীতেই ঋণ প্রদান করে।

পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ডের তুলনায় মিউচুয়াল ফান্ডের বিপরীতে ঋণে খরচ কম হয়: এক্ষেত্রে পার্সোনাল লোনের তুলনায় সুদের হার অনেক কম থাকে।

Papiya Paul

X