পারফেক্ট জুটি! দীর্ঘদিন অপেক্ষার পর আসছে ইন্দ্রানী ও রিজওয়ানের ‘নবাব নন্দিনী ২’! খুশি দর্শকেরা

নিউজশর্ট ডেস্কঃ এখন কিছুদিন অন্তর অন্তর নতুন জুটি নিয়ে একটার পর একটা নতুন সিরিয়াল(Bangla Serial) শুরু হচ্ছে বাংলার বিনোদনমূলক চ্যানেলগুলোতে। প্রমোতে সিরিয়ালের গল্পের মধ্যে নতুনত্ব দেখালেও পরবর্তীকালে একঘেয়েমি দেখিয়ে সে সিরিয়ালগুলো দর্শকদের অপছন্দ হয়ে ওঠে। আর সেটার প্রভাব পড়ে সরাসরি টিআরপির(TRP) ওপরে। বাংলা সিরিয়ালগুলোর ভাগ্য পুরোটাই নির্ভর করছে টিআরপির ওপর।

যে সিরিয়ালের টিআরপি বেশি সেই সিরিয়াল দীর্ঘদিন চলতে থাকে আর টিআরপি কম থাকলে অল্প কয়েক মাসের মধ্যে সিরিয়াল বন্ধ করে দিতে বাধ্য হন চ্যানেল কর্তৃপক্ষ। তেমনি টিআরপি কম থাকার জন্য বন্ধ হয়ে গিয়েছিল স্টার জলসার(Star Jalsa) ‘নবাব নন্দিনী'(Nabab Nandini) ধারাবাহিক। ৮ মাস চলার পরেই এই সিরিয়াল বন্ধ করে দেওয়া হয়। এই সিরিয়ালে জুটি হিসেবে অভিনয় করেন ইন্দ্রানী পাল(Indrani Paul) এবং রিজওয়ান রাব্বানী(Rezwan Rabbani Sheikh)

দর্শকদের এই নতুন জুটিকে বেশ ভালো লাগলেও ধীরে ধীরে এই সিরিয়ালের গল্প অপছন্দ হয়ে যায় দর্শকদের। শুরুর দিকে সন্ধ্যে ছ’টায় নবাব নন্দিনী ভালো টিআরপি দিলেও পরবর্তীকালে জি বাংলায় মিঠাইয়ের স্লট বদল হতেই এই সিরিয়ালের টিআরপি কমতে থাকে। তবে এবার শোনা যাচ্ছে এই ধারাবাহিকের নাকি দ্বিতীয় সিজন আসতে চলেছে জি বাংলায়! স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের দ্বিতীয় সিজন জি বাংলায় আসবে কেন?

আসলে স্টার জলসায় পরপর দুটো ধারাবাহিকে অভিনয় করেছেন বরণ এবং নবাব নন্দিনী খ্যাত অভিনেত্রী ইন্দ্রানী পাল। তবে এই দুটি ধারাবাহিকেই টিআরপিতে ভালো ফলাফল করতে পারেনি। এবার স্টার জলসার তরফ থেকে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, গত মাসেই স্টার জলসা এই অভিনেত্রীকে তাদের মধ্যে হওয়া চুক্তি থেকে বের করে দিয়েছে এমনকি শোনা যাচ্ছে রেজওয়ানকেও এই চুক্তি থেকে বার করেছে জলসা কর্তৃপক্ষ। অর্থাৎ আগামী দিনে তাদের আর কোন ধারাবাহিকে স্টার জলসায় দেখা যাবে না।

আবার শোনা যাচ্ছে জি বাংলায় ইন্দ্রানীর নতুন ধারাবাহিক আসতে চলেছে যে ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে রেজওয়ানকে। তাই দর্শকেরা মনে করছেন যে হয়তো নবাব নন্দিনী সিজন টু বেরোবে। সে যাই হোক এই জুটিকে আবার আরেকবার পর্দায় দেখতে পাওয়ার খুশিতে আত্মহারা হয়েছেন ভক্তরা।

Papiya Paul

X