নদিয়ার ধানতলার কামালপুর অভিযান সঙ্ঘের ১১২ ফুট দুর্গাপ্রতিমা নিয়ে উৎসব শুরুর আগেই অবসান ঘটল। কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত পৌঁছানো এই পুজো বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন উদ্যোক্তারা। কারণ হিসেবে তাঁরা প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলেছেন। এই প্রতিমা গিনেস বুকে জায়গা করে নেবে, এমন পরিকল্পনা করেছিলো ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু মহালয়ার সকালে ঘোষণা করা হয় যে, এই বিশাল দুর্গাপ্রতিমা আর তৈরি হবে না।
প্রশাসনের অসহযোগিতা ও আইনি জটিলতা
ক্লাবের পক্ষ থেকে জানানো হয় যে, প্রশাসন শুরু থেকেই তাদের সহযোগিতা করেনি। ১৮ সেপ্টেম্বর থেকে মণ্ডপের সামনে পুলিশ পিকেট বসানো হয়। এরপর পুজোর উদ্যোক্তারা ১৯ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এ মামলা দায়ের করেন। আদালত প্রশাসনকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিলেও ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, প্রশাসন তাঁদের কাজে কোনো সাহায্য করেনি।
এই প্রসঙ্গে পুজোর উদ্যোক্তা সুজয় বিশ্বাস জানান, “দু’বার কোর্টের নির্দেশের পরও প্রশাসন চরম অসৌজন্যমূলক ব্যবহার করেছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তাই পাওয়া যায়নি।”
বিশ্বের সবচেয়ে বড় দুর্গাপ্রতিমা তৈরির স্বপ্ন ভঙ্গ
এবারের দুর্গাপূজা ২০২৪ (Durgapuja 2024) উপলক্ষে কামালপুর অভিযান সঙ্ঘের লক্ষ্য ছিল বিশ্বের বৃহত্তম দুর্গাপ্রতিমা তৈরি করা। প্রায় ২ বছরের পরিকল্পনা ও প্রচেষ্টার পর এই বিশাল প্রতিমা তৈরি হচ্ছিল। শিল্পী অপূর্ব রায় জানান, “দীর্ঘ পরিশ্রমের পর এই প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে ছিল, কিন্তু বোধনের আগেই সব শেষ হয়ে গেল।”
মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট থেকে মামলাটি প্রত্যাহারের আবেদন করবেন। প্রশাসনের অসহযোগিতা এবং আইনি জটিলতার কারণে বিশ্বের বৃহত্তম দুর্গাপ্রতিমার স্বপ্ন অধরা রয়ে গেল নদিয়ার কামালপুরে। একইসাথে বিশ্বের সবচেয়ে বড় প্রতিমা বানিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার স্বপ্নও অসম্পূর্ণ রয়ে গেল।