বর্তমানে সোশ্যাল মিডিয়া(Social Media) ব্যবহার করে খুব সহজেই ভাইরাল হয়ে উঠছেন বহু মানুষ। রানু মণ্ডল থেকে শুরু করে ভুবন বাদ্যকর। সকলেই ভাইরাল সোশ্যাল মিডিয়ার দৌলতে। ঠিক তেমনই ভাইরাল বর্ধমানের ‘নন্দিনী দিদি’। বেশিরভাগ নেট নাগরিকের কাছেই তিনি পরিচিত ‘স্মার্ট দিদি’ নামে। এবার এই নন্দিনী হাজির হলেন ‘দিদি নম্বর ১’ (Didi No 1)এর মঞ্চে।
ডালহৌসি পাড়ায় ভাতের হোটেল চালান মমতা গঙ্গোপাধ্যায় ওরফে নন্দিনী। হাসি মুখেই এ কাজ করে চলেছেন তিনি। শিক্ষিতা, আধুনিক এই তরুণী এমবিএ পাশ। ব্যাঙ্গালোরে চাকরিও করছিলেন তিনি। কিন্তু মায়ের অসুস্থতার কথা শুনে ছুটি নিয়ে আসেন বাড়ি। তারপর আর ফিরে যাননি তিনি। বাবার স্বপ্ন পূরণ করতে ছোট্ট হোটেল চালাচ্ছেন তিনি।
এদিন দিদি নম্বর ১ এর মঞ্চে অভিনেত্রী রচনার সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ভাসালেন নন্দিনী। জানালেন তাঁর জীবনের কথা। এদিন তিনি জানান ছোটবেলায় নাকি ঠিকঠাকই ছিল তাঁদের জীবনযাত্রা। তাঁর বাবা ব্যবসা করতেন। ফ্যাশান ডিজাইনিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তাঁর দুই বোন ইঞ্জিনিয়ারিং পড়ছেন।
নোটবন্দীর সময় বন্ধ হয়ে যায় ব্যবসা। এরপর বাধ্য হয়েই বাড়ি এবং তাঁর মায়ের সোনার গয়না বিক্রি করতে হয়। কিন্তু তাতেও ফিরে আসেনি সুদিন। পরিবারের পাশে দাঁড়াতে ব্যাঙ্গালোরে পাড়ি দেন তিনি। এরপরই দোকান ভাড়া নিয়ে ভাতের হোটেল খোলেন তাঁর বাবা। মাত্র ২০ টাকাতেই যেখানে পাওয়া যেত এক থালা ভাত। বর্তমানে চাকরি ছেড়ে সেই হোটেলই চালাচ্ছেন নন্দিনী। আর এভাবেই তিনি হয়ে উঠেছেন ‘স্মার্ট দিদি’।