নিউজশর্ট ডেস্কঃ অনলাইনে বেটিং(Online Betting) এবং জুয়া খেলাকে কেন্দ্র করে বড় পদক্ষেপ গ্রহণ করল নরেন্দ্র মোদি সরকার। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে অনলাইনে বেটিং সংক্রান্ত কোনো রকমের বিজ্ঞাপনের সঙ্গে বা প্রচারের সঙ্গে সেলিব্রিটিদের যুক্ত না থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বৃহস্পতিবার এই বিষয়ে একটি নির্দেশিকা কেন্দ্রের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। মন্ত্রকের তরফ থেকে ওই নির্দেশিকায় বলা হয়েছে যে অনলাইন বেটিং সংক্রান্ত বিজ্ঞাপনগুলো উপভোক্তাদের ওপর একটি আর্থিক এবং আর্থসামাজিক প্রভাব ফেলে থাকে। বিশেষ করে যুবসমাজ এই সমস্ত বিজ্ঞাপনে বেশি প্রভাবিত হয়। আর এই সমস্ত বিজ্ঞাপন যদি কোন সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার করে থাকেন সেক্ষেত্রে উপভোক্তাদের আরো বেশি মাত্রায় উৎসাহিত করে থাকে।
কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে নির্দেশিতায় আরো বলা হয়েছে যে ভারতীয় দর্শকদের জন্য এরকম ধরনের প্রচার যাতে না করা হয় সেটা অনলাইন বিজ্ঞাপন মধ্যস্থতাকারীদের নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি সমাজমাধ্যমেও যেন এই ধরনের কোন রকমের বিষয়বস্তু প্রচার না করা হয়। সেদিকেও মধ্যস্ততাকারীদের খেয়াল রাখতে হবে।
কেউ যদি কেন্দ্রীয় মন্ত্রকের এই নির্দেশ অমান্য করে থাকে তাহলে ‘কঠোর’ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। অনলাইন বেটিং প্রচার সংক্রান্ত কোনো রকমের পোস্ট সমাজ মাধ্যমে করা হলে তা খতিয়ে দেখে মুছে ফেলা হবে। এমনকি ওই সংশ্লিষ্ট ব্যক্তির একাউন্ট ও নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে বলে মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা জারি হয়েছে।
এর পাশাপাশি প্রযোজ্য আইনের অধীনে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। তবে এক্ষেত্রে তথ্য প্রযুক্তি আইন ২০০০-এর অধীনে যদি কোন তৃতীয়পক্ষে তথ্য বা লিঙ্ক পোস্ট করা হয় তবে সেটা বিবেচনা করে দেখা হবে। এক্ষেত্রে তৃতীয় পক্ষের তথ্য বা লিংক পোস্ট করা হলে ব্যবহারকারী শাস্তির মুখে নাও পড়তে পারেন।