দিন কয়েক আগেই মুঘল (Moghol) শাসকের গুনগান করতে শোনা গিয়েছিল নাসিরুদ্দিন শাহকে (Nasiruddin Shah)। এবার বলিউড (Bollywood) নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বর্ষীয়ান অভিনেতা। সোজাসুজি টলিউডের (Tollywood) সাথে তুলনা করে বি টাউনের তুলোধুনো করেছেন তিনি।
বলিউডের বর্ষীয়ান অভিনেতার মতে, তামিল, কন্নড়, মালয়ালম এবং তেলেগু সহ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পে যে বিষয়বস্তু দেখানো হয় তা বলিউডের চেয়ে অনেক বেশি কল্পনাপ্রবণ এবং মৌলিক হয়ে উঠেছে। নাসিরউদ্দিন শাহ মনে করেন, দক্ষিণী ছবিগুল সিনেপ্রেমীদের ক্রাশ হতে পারে।
অভিনেতার কথায়, ‘তারা যেভাবে তাদের স্ক্রিপ্ট সম্পাদন করে তা সবসময় ত্রুটিহীন। বিগত কয়েক বছরেই দেখেছি, তাবড় তাবড় তারকাদের নিয়ে তৈরি বলিউড ছবিও ব্যর্থ হয়েছে। যেখানে ‘কেজিএফ’, ‘পুষ্প: দ্য রাইজ’, কান্তরা এবং ‘আরআরআর’-র মতো দক্ষিণের ছবিগুলি হিন্দি ছবির বক্স অফিসকে ছাড়িয়ে গেছে।’
একটি প্রকাশনার সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, এটি দক্ষিণ শিল্পের জন্য নতুন কিছু নয় কারণ তারা বছরের পর বছর ধরে এটি করে আসছে।’ নাসিরুদ্দিন আরও যোগ করেছেন, ‘দক্ষিণী তারকারা কঠোর পরিশ্রম করে এবং তাই কেন তাদের চলচ্চিত্রগুলি হিন্দি সিনেমার চেয়ে ভাল ব্যবসা করছে তা কোনও রহস্য নয়।’
প্রসঙ্গত উল্লেখ্য, নাসিরউদ্দিন শাহকে শেষবার দেখা গেছে আসমান ভরদ্বাজ পরিচালিত ‘ কুট্টে’-তে। সহ-অভিনেতা হিসেবে ছিলেন তাবু, অর্জুন কাপুর, রাধিকা মদন, কঙ্কনা সেনশর্মা, কুমুদ মিশ্র এবং শার্দুল ভরদ্বাজ। যদিও ছবিটি বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারেনি। আর এবার তাকে দেখা যাবে, ‘তাজ-ডিভাইডেড বাই ব্লাড’ শিরোনামের আসন্ন ঐতিহাসিক সিরিজে তাকে সম্রাট আকবরের চরিত্রে।