Arijit

‘ভারতের বিকল্প কোন পরিকল্পনা নেই, ওরা বিশ্বকাপ জিততে পারবে না’, কটাক্ষ নাসের হুসেনের

কয়েকদিন আগে ইংল্যান্ডের এক প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ভারতকে কটাক্ষ করেছিলেন। ফের একবার ভারতকে কটাক্ষ করলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। আসন্ন বিশ্বকাপে বিরাটের ভারতকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন না ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। তার মতে কোন বিকল্প পরিকল্পনা না থাকায় নকআউটে গেলে সমস্যায় পড়বে টিম ইন্ডিয়া।

   

নাসের হুসেন বলেন, “ভারতীয় দল এবারের বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল। বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে ওদের মধ্যে। তবে ভারতীয় দলের বিকল্প পরিকল্পনা নেই। কোন ব্যাটার যদি ভারতের বিরুদ্ধে 70 কিংবা 80 রানের একটা ইনিংস খেলতে পারে তাহলে ভারতকে হারানো খুব সহজ হয়ে যাবে।”

এছাড়াও হুসেন বলেন, “2019 সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনেকটা এগিয়ে থেকেও বিকল্প পরিকল্পনার অভাবে ভারতকে হারতে হয়েছিল। তাই এমনটা যদি হয় তাহলে এবারও নকআউটে সমস্যায় পড়বে ভারত। তবে এই ভারতীয় দলের বিশ্বকাপ জেতার ক্ষমতা আছে।”