Nawazuddin Siddiqui

Additiya

১০ জনের মধ্যে ৯ জনই চিনতে পারেন না তাজমহলের সামনে বসে থাকা ছোট্ট শিশুটিকে, দেখুন তো আপনি চিনতে পারেন কিনা

ডিজিটাল(Digital) জামানায় সবকিছুই যেন একেবারে হাতের মুঠোয়। দেশ-বিদেশের নানান তথ্য খুব সহজেই জেনে নেওয়া যায় এক ক্লিকেই। সোশ্যাল মিডিয়ায় (Social Media) যে কোনো ছবি বা ভিডিও পোস্ট হলেই হু হু করে তা ভাইরাল(Viral)। এই প্ল্যাটফর্মের হাত ধরেই ভাইরাল রানু মন্ডল থেকে শুরু করে সকলের প্রিয় বাদাম কাকু ভুবন বাদ্যকর।

   

তবে শুধু সাধারণ মানুষই নন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায় অভিনেতা-অভিনেত্রীদের ছোটবেলার ছবি। যা খুব সহজেই মন ছুঁয়ে যায় সাধারণ মানুষের। ভক্তরা নিজের পছন্দের তারকার সম্পর্কে জানতে সর্বদাই মুখিয়ে থাকেন। তাঁরা ছোটবেলায় দেখতে কেমন ছিলেন, ছোটবেলায় কোথায় থাকতেন তাঁরা। সবকিছু জানতে চান ভক্তরা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এমনি এক ছবি। তাজমহলের সামনে বসে আছে এক ছোট্ট ছেলে। তিনি নাকি ভারতীয় চলচ্চিত্র জগতের এক বহু পরিচিত অভিনেতা। তবে ছবি দেখে কিছুতেই চিনবার উপায় নেই তাঁকে। তাঁর ভক্তরাও চিনতেই পারেননি অভিনেতাকে। ছবি প্রকাশ্যে আসার পর থেকেই একাধিক প্রশ্ন জেগেছে নেটিজেনদের মনে।

Nawazuddin Siddiqui

এই বাচ্চাটি বর্তমানে কাঁপাচ্ছে বলিউড। তবে কখনই নায়কের চরিত্রে ধরা দেননি তিনি। একাধিক ছবিতে তাঁকে দেখা গিয়েছে পার্শ্ব চরিত্রে। তাঁর অভিনয় দক্ষতা বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেছে তাঁকে। তিনি অভিনয় করেছেন ‘কিক’, ‘রইস’, ‘রমন রাঘব’, ‘মাঞ্জি’, ‘মতিচুর চাকনাচুর’ সহ আরও একাধিক ছবিতে। তিনি নওয়াজউদ্দিন সিদ্দিকী।

Nawazuddin Siddiqui

এই অভিনেতার অভিনয় আর ৫ টা অভিনেতার থেকে একেবারেই আলাদা। নওয়াজউদ্দিন সিদ্দিকী ছবিতে থাকলেই সেই ছবি বক্স অফিসে ঝড় তুলবেই। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে নতুন ছবিতে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বর্তমানে বেশ সমস্যায় রয়েছেন এই অভিনেতা। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন স্ত্রী আলিয়া। শোনা যায় বর্তমানে মুম্বাইয়ের আলিশান ব্যাংলো ছেড়ে হোটেলে আশ্রয় নিয়েছেন অভিনেতা।