বিনোদন,বলিউড,বলিউড গসিপ,নওয়াজউদ্দিন সিদ্দিকী Entertainment,Bollywood,Bollywood Gossip,Nawazuddin Siddiqui

Papiya Paul

দর্শকের ভালো সিনেমা বোঝার ক্ষমতা নেই! দক্ষিণী ছবির সাফল্য দেখে হিংসা হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকীর!

নওয়াজউদ্দিন সিদ্দিকি(Nawazuddin Siddiqui), বলিউডের(Bollywood) এই প্রতিভাবান অভিনেতা কোনদিন রাখঢাক করে কথা বলতে পছন্দ করেন না। সব সময় তিনি একজন স্পষ্টবক্তা। সম্প্রতি তিনি তাঁর মন্তব্য প্রকাশ করেছেন। এখন কোনটা ভাল চিত্রনাট্য সেটা বিচার করার ক্ষমতাই নাকি হারিয়ে গিয়েছে দর্শকদের। এমনটাই মন্তব্য রেখেছেন নওয়াজ।

   

এই মুহূর্তে বলিউডে যেসব ছবি হিট হচ্ছে সেগুলো দেখে অন্তত তাঁর মনে হচ্ছে দর্শকদের ভাল চিত্রনাট্যের বিচার করার ক্ষমতা হারিয়ে গিয়েছে। পার্শ্বচরিত্র হোক কিংবা খলনায়কের চরিত্র সবেতেই মানানসই তিনি। হিরো সুলভ চেহারা না থেকেও শুধুমাত্র অভিনয় দক্ষতা দিয়ে যে বলিউডে প্রতিষ্ঠিত হওয়া যায় সেটাই প্রমান করে দিয়েছেন অভিনেতা।

সম্প্রতি তিনি বলেছেন যে করোনাকালে গত দু’বছর ধরে মানুষ গৃহবন্দী ছিল। তখন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের ছবি দেখে সময় কাটিয়েছেন তারা। সুতরাং ভালো চিত্রনাট্যে বোঝার ক্ষমতা রয়েছে দর্শকদের মধ্যে। কিন্তু সাম্প্রতিক কালের ছবি সুপারহিট হচ্ছে সেগুলো দেখে নওয়াজের মনে হচ্ছে দর্শকদের কোন বিচার বুদ্ধি হয়নি। যদিও তিনি কোন ছবির নাম উল্লেখ করেননি।

কিন্তু সকলেই বুঝতে পেরেছেন যে অভিনেতার এই মন্তব্যের আঙুল ছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে। অর্থাৎ একদিকে বোঝা যাচ্ছে দক্ষিণের সাফল্য খুব একটা খুশি নন নওয়াজ। বলিউডের ছবির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তিনি। খুব শীঘ্রই কঙ্গনা রানাওয়াত প্রযোজিত একটি ছবিতে দেখা যাবে তাকে। আবার হিরোপান্তি ২ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।