পাঞ্জাব,ভারত,কালো ঘোড়া,রমেশ কুমার Punjab,India,Black Horse,Ramesh Kumar

Papiya Paul

শখ মেটাতে ২৩ লাখ দিয়ে কিনেছিলেন কালো ঘোড়া, জল দিতেই কালো রং হয়ে গেল লাল

পাঞ্জাবের(Punjab) এক ব্যক্তির সাথে ঘটলো এক প্রতারণার ঘটনা। এক ঘোড়া ব্যবসায়ী ২২.৬৫ লাখ টাকার বিনিময় তাকে কালো ঘোড়া বিক্রি করে। তবে সেই ঘোড়ার গায়ের রং আদৌই কালো নয়, বরং তার গায়ে কেবল কালো রং করে দেওয়া হয়েছে। এমনিতেই কালো রংয়ের ঘোড়ার দাম অন্যান্য রঙের ঘোড়ার তুলনায় বেশি। আবার কালো রঙের ঘোড়া খুব বিরল।

   

ওই ব্যক্তির নাম রমেশ কুমার (Ramesh Kumar)। যিনি সঙ্গারুর জেলার সনাম শহরের বাসিন্দা। তিনি অভিযোগ করেছেন যে এক ব্যবসায়ী তাকে প্রতারিত করেছে। যতীন্দ্রর পাল সিং, সেখন এবং লোখবিন্দর সিং এবং লাছরা খান ওরফে গোগা খানও রমেশ কুমারকে এই প্রতারণামূলক কালো ঘোড়া কেনার চুক্তি সই করানোর জন্য যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে।

ওই ব্যক্তি যখন ঘোড়াটিকে কিনে এনে বাড়িতে নিয়ে আসেন, তারপর ঘোড়াটিকে স্নান করতে গিয়ে তার গায়ের রঙ উঠে যেতে থাকে। কালো রং-এর নিচে সেই ঘোড়ার লাল রং দেখে তিনি হতবাক হয়ে যান। তিনি ওই ঘোড়া ব্যবসায়ীকে নগদ ৭.৬ লক্ষ টাকা এবং বাকি টাকার দুটো চেক দিয়েছেন তিনি। ওই ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।