NCR Railways Job 2024 total 5647 Apprentice Recruitment Know how to Apply

বেকারদের জন্য সুবর্ণ সুযোগ, পরীক্ষা ছাড়াই রেলে ৫৬৪৭ চাকরি, দেখুন যোগ্যতা সহ আবেদনের পদ্ধতি

পার্থ মান্নাঃ অনেকেরই স্বপ্ন থাকে ভারতীয় রেলে চাকরি করার। কেন্দ্রীয় সরকরের অধীনে এই চাকরি একবার পেয়ে গেলেই লাইফ সেট হয়ে যেতে পারে। তবে রেলের কাজের জন্য প্রবেশিকা পরীক্ষার জন্য অপেক্ষা করতে হয় তাছাড়া নির্দিষ্ট যোগ্যতা থাকলে তবেই কাজ মেলে। সম্প্রতি জানা যাচ্ছে সাড়ে ৫ হাজারেরও বেশি শূন্যপদ রয়েছে। যেখানে কোনো পরীক্ষা ছাড়াই নিয়োগ পাওয়া যেতে পারে। কিভাবে আবেদন করতে হবে? কি কি যোগ্যতা লাগবে? সবটা জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পরীক্ষা ছাড়াই রেলের চাকরি

সাধারণত রেলের নিয়োগ মানেই পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়ে থাকে। তবে এই অ্যাপ্রেন্টিস নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।

ভারতীয় রেলে ৫৬৪৭ শূন্যপদ

গত ৩রা নভেম্বর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে। যেখানে মোট ৫৬৪৭ শূন্যপদ রয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়োগের জন্য আলাদা করে কোনো পরীক্ষা নেওয়া হবে না। আইটিআই পাশ করা প্রার্থীরা চাইলে আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

যদি কেউ রেলের এই অ্যাপ্রেন্টিস শূন্যপদের জন্য আবেদন করতে চান তাহলে প্রার্থীকে অবশ্যই আইটিআই পাশ করে থাকতে হবে। তবে শূন্যপদের ভিত্তিতে আইটিআই ট্রেডের যোগ্যতা ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে। নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে। আবেদনকারী প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। তবে এক্ষেত্রে জাতিগত সংরক্ষণ অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।

আবেদনের পদ্ধতিঃ

যারা এই কাজের জন্য আবেদন করতে চাবে তাদের প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে (নিচে লিঙ্ক দেওয়া আছে) চোলে যেতে হবে। এরপর “Apprentice Recruitment” অপশনে ক্লিক করতে হবে।

এবার স্ক্রিনে দেওয়া অপশন থেকে “Apply Now” এ ক্লিক করলে আবেদনের ফর্ম খুলে যাবে। সেটা সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। একইসাথে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।

সমস্ত তথ্য ও ডকুমেন্টস আপলোড করে দেওয়া হয়ে গেলে প্রথম থেকে সবটা চেক করে নিয়ে সাবমিট করতে হবে। শেষে আবেদনের ফিজ দিয়ে দিতে হবে। জেনারেল প্রার্থীদের জন্য ১০০ টাকা ফিজ লাগবে তবে SC, ST, OBC, PWBD ও মহিলাদের জন্য কোনো আবেদন ফিজ লাগবে না।

নিয়োগের বিজ্ঞপ্তি : Official Recruitment Notification

আবেদনের লিংক : Application Link

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X