নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে ঝড়ের বেগে এগিয়ে চলেছেন জি বাংলার (Zee Bangla) সুপার হিট ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। প্রতি মুহূর্তে জমজমাট পর্ব নিয়ে দর্শকদের দ্বিগুণ মনোরঞ্জন করে চলেছে এই ধারাবাহিক। শুরু থেকেই একেবারে মধ্যবিত্ত বাঙালি পরিবারের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকে।
সিরিয়ালে এতদিন সৃজনের (Srijan) মা কৃষ্ণার (Krishna) মধ্যেই দর্শক দেখেছেন সমাজের দজ্জাল শ্বাশুড়িদের বাস্তব রূপ। যে কিনা ছেলের বিয়ের পরেও তাকে আঁচল ছাড়া করতে চায়না। আর তাই সারাক্ষণ বৌমার নামেই কুটকচালি করতে থাকে সে। সম্প্রতি ধারাবাহিকে দেখা গিয়েছে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে কন্যা সন্তানের জন্ম দিয়েছে দত্ত বাড়ির বউমা পর্ণা (Parna)।
কিন্তু নাতির বদলে ঘরে ঘরে নাতি আসায় তার দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে সৃজনের মা কৃষ্ণা। যা নিয়ে এই মুহূর্তে বেশ কষ্টে রয়েছে পর্ণা। আর তবে দত্তবাড়িতে নতুন সদস্য আসার পর ইতিমধ্যে লিপ নিয়েছে ধারাবাহিক। এই সময়ে পরপর দেখা গিয়েছে পর্ণার মেয়ের হাতে খড়ি, তার প্রথম স্কুলে যাওয়া এবং বড় হয়ে ওঠা।
শুরু থেকেই পর্ণার মেয়ে চরিত্রে কাকে দেখা যাবে তাই নিয়ে দর্শকমহলে ব্যাপক কৌতূহল ছিল। তবে এবার জানা গিয়েছে ধারাবাহিকে পর্ণার মেয়ের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় শিশু শিল্পী মাহি সিংকে। ইতিপূর্বে তিনি ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে গুগলির চরিত্রে অভিনয় করেছিলেন।
আরও পড়ুন: জনপ্রিয়তা সত্ত্বেও নেই TRP, বন্ধ হয়ে গেল স্টার জলসার আরেক ধারাবাহিক!
এছাড়াও ফিরকি ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। প্রসঙ্গত নিম ফুলের মধু ধারাবাহিক লিপ নেওয়ার পর দেখা যাচ্ছে পর্ণা, চয়ন এবং রুচিরার প্রমোশন হয়েছে। অন্যদিকে সৃজনের আরও দু-দুটো শাড়ির আউটলেট হয়েছে। গাড়িও কিনেছে সৃজন। তবে এত সুখের মধ্যেও মনে শান্তি নেই কৃষ্ণার।
নাতনি হওয়ার শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তিনি। কিন্তু পর্ণার মেয়ে বলে কথা। সে পর্ণার চেয়েও দ্বিগুণ বেশি চঞ্চল হয়েছে। সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতেই তার ঝলক মিলেছে। সেখানে দেখা যাচ্ছে কৃষ্ণা যখন ঠাকুর ঘরে বসে এক মনে পুজো করছে তখনই সেখানে চুপিসারে হাজির হয় পর্ণার মেয়ে পুঁটি।
আর সেখানে গিয়েই সে প্রসাদের থালা থেকে লাড্ডু তুলে খেয়ে নেয়। যা দেখে রেগে যায় কৃষ্ণা। ধারাবাহিকের এই প্রোমো দেখে দর্শকরা বলছেন, ‘এবার জমে উঠবে খেলা। এই নাতনির কাছে জব্দ হবে ঠাকুমা’। এখন দেখার এই ধারাবাহিকে আগামী দিনে ঠাকুমা নাতনীর মিল হয় কিভাবে?