Bengali Serial

anita

দত্তবাড়ির ‘তার কাটা’ বউমার ভোলবদল! স্নান পোশাকে পর্ণার ছবি দেখে চোখ কপালে কৃষ্ণার

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই সিরিয়ালের নায়িকা হলেন আলোকপর্ণা দত্ত। পর্দায় এই  পর্ণা (Parna) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। এর আগে স্টার জলসার  ‘কে আপন কে পর’ মেগা সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

   

সিরিয়ালে জবার অদ্ভুত সব কাণ্ড-কারখানা দেখে কম ট্রোলিং হয়নি সোশ্যাল মিডিয়ায়। তবে বেশ অনেকদিন হল জবার খোলস ছেড়ে পল্লবী এখন পুরোদস্তুর  দত্তবাড়ির ‘তারকাটা’ বৌমা। ধারাবাহিকে পল্লবীর বিপরীতে সৃজনের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতার রুবেল দাস। পর্দায় তাদের কেমিস্ট্রি  দারুন পছন্দ করেন দর্শকরা।

সিরিয়ালে যৌথ বাঙালি পরিবারের বৌমা পর্ণা। সিরিয়ালে সারাক্ষণ শাড়ি-শাখা-সিঁদুর পরতেই দেখা যায় তাঁকে। কিন্তু বাস্তবে পল্লবী শাড়ির পাশাপাশি বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন পোশাকেও দারুন সাবলীল। আজকের যুগের মেয়ে হয়েও পল্লবী সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকেন না। ফেসবুকে কোন অ্যাকাউন্ট নেই অভিনেত্রীর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,পল্লবী শর্মা,Pallavi Sharma,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে ইনস্টাগ্রামে যে প্রোফাইল রয়েছে সেখানেও তিনি নিয়মিত সক্রিয় থাকেন না। তবে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে নিজের একটি পুরনো ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে একটি বাথ তবে দুধের মধ্যে গোলাপের পাপড়ি ছড়ানো রয়েছে।

তার মধ্যেই ডুব দিয়েছেন পল্লবী। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীর পরনে রয়েছে সরু ফিতের নীল রঙের একটি পোশাক। বাবুর বউয়ের এই ভোল বদল দেখে বেশ অবাক হয়ে গিয়েছেন দর্শকরা। সাধারণত পর্ণা  বলতে সকলের চোখের সামনে ভেসে ওঠে শাড়ি পরা সাবেকি  সাজের উত্তর কলকাতার আধুনিক বউ। কিন্তু এখানে পর্ণাকে দেখে সত্যিই চেনা দায়।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,পর্ণা,Parna,পল্লবী শর্মা,Pallavi Sharma,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

প্রসঙ্গত এখন নীম ফুলের মধু সিরিয়ালেদেখা যাচ্ছে মন্ত্রীর ছেলের হাতে মার খেয়ে হাসপাতালে শয্যা শায়ি দত্ত বাড়ির ছেলে চয়ন। তাই চয়নকে বিপদের হাত থেকে রাখা করতেই ডিভোর্স ভুলে আবার একে অপরের  সাথে হাত মিলিয়েছে সৃজন -পর্ণা।