নিউজ শর্ট ডেস্ক: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। প্রত্যেক সপ্তাহেই এই ধারাবাহিকের প্রতিটা পর্ব জুড়ে রয়েছে টানটান উত্তেজনার পর্ব। তাই এই সিরিয়াল থেকে এক মুহূর্তের জন্যও চোখ সরাতে পারছেন না দর্শকরা। যা প্রতি সপ্তাহের টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে অনেকটাই এগিয়ে রেখেছে নিম ফুলের মধুকে।
তবে এই ধারাবাহিকে নায়ক-নায়িকা সৃজন-পর্ণা (Srijan-Parna) ছাড়াও শুরু থেকেই দর্শকদের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বাবুর মা (Babur Maa) কৃষ্ণা (Krishna) অর্থাৎ অভিনেত্রী অরিজিতা মুখার্জী (Arijita Mukherjee)। সিরিয়ালে সারাক্ষণ কূটকচালি করার জন্য দর্শকের কাছে হামেশাই গালাগাল শুনতে হয় অভিনেত্রীকে। অনেকে কটাক্ষ করে থাকেন তার চেহারা নিয়েও।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দর্শকদের কাছে তিনি বাংলা সিরিয়ালের সবচেয়ে দজ্জাল শাশুড়ির তকমা পেয়ে গিয়েছেন। সকলেই তাকে ‘বাবুর মা’ নামেই ডাকে। সম্প্রতি আজ তাক বাংলার তরফে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল এই ধরনের ট্রোলিং কিংবা ব্যক্তিগত আক্রমণ থেকে তিনি কিভাবে সামলান? এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন তাঁকে অনেকে মিম পাঠায়। মজার মিম আসা মাত্রই তারা সবাই হৈ- হুল্লোর করেন।
কিন্তু ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গে অরিজিতা বলেছেন ‘সমস্যা হয়ে দাঁড়ায় যখন মানুষ অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়কে নিয়ে নেগেটিভ কমেন্ট করেন। মানুষের ক্ষোভ থাকবেই এবং সেটাতে আমার কিছু এসে যায় না। কিন্তু আপনারা তো জানেন যে, আমরা অভিনয় করছি (দর্শকের উদ্দেশ্যে)। যে কোনও জায়গায় ভাল ও খারাপের দ্বন্দ্বটাই একটা গল্পকে এগিয়ে নিয়ে যায়। গল্পের জন্য কৃষ্ণা দত্তকে খারাপ হতে হচ্ছে, যার অর্থ আমি একজন অভিনেত্রী হিসেবে কাজটা করছি। দর্শকের কৃষ্ণাকে খারাপ লাগতেই পারে, সেটা নিয়ে আমার কোনও বক্তব্য নেই। সেটাও প্রাপ্তি। তবে এই কথাগুলো যখন ব্যক্তি আক্রমণ হিসেবে একজন অভিনেতাকে বলা হয়, তখন মনে হয়, এতটা নীচে মানুষ কী করে নামতে পারে?’
আরও পড়ুন: জোটেনা TRP, সঙ্গে টাকার অভাব, রাতারাতি বন্ধের মুখে এই ৩ টি জনপ্রিয় সিরিয়াল!
অরিজিতার সংযোজন ‘কিন্তু আমায় অদ্ভুত সব কথা কিছু মানুষ লিখে পাঠিয়েছেন। সেগুলিতে মায়ের খুব খারাপ লেগেছে। একজন লিখেছিল, ‘আপনার কঠিনতম রোগ হোক, আপনি বিছানায় পড়ে থাকুন, তাহলে আমরা শান্তি পাই’। এই ধরণের কমেন্টে আমাদের পরিবার- বন্ধুদের খুব মন খারাপ হয়। তবে প্রকৃত দর্শকরা এটা করেন না।’