পার্থ মান্নাঃ কিছুদিন হল খবর মিলেছে স্লট হারাচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা নিম ফুলের মধু। গত সপ্তাহেও যেখানে টিআরপি তালিকায় বেঙ্গল টপার হয়েছে ধারাবাহিকটি সেখানে স্লট বদলের সিদ্ধান্ত মোটেই ভালো চোখে দেখেননি দর্শকেরা। তবে এই বিষয়ে কি বলছেন খোদ সৃজন-পর্ণা? চলুন জেনে নেওয়া যাক।
৭০০ পর্ব পেরিয়েও সুপারহিট সৃজন-পর্ণার জুটি!
আজ থেকে প্রায় দুবছর আগে শুরু হয়েছিল নিম ফুলের মধু। আর পাঁচটা সিরিয়াল যেখানে শুরুর কয়েকমাসেই বন্ধ হয়ে গিয়েছে সেখানে দিব্যি ৭০০ পর্ব পেরিয়েও অব্যাহত সৃজন-পর্ণার ম্যাজিক। অবশ্য হবে নাই বা কেন বাবুউউর মায়ের শয়তানি থেকে একেরপর এক চমক এসেই চলেছে গল্পে। যার জেরে সর্বদাই টানটান উত্তেজনা বজায় ছিল। কিন্তু ‘পরিণীতা’কে জায়গা দিতে স্লট বদল হয়ে যাচ্ছে আগামী ১১ই নভেম্বর থেকেই। তবে ৮টার বদলে সন্ধ্যে ৬টা থেকে সম্প্রচার হবে জেনে দর্শকদের মন খারাপ হয়ে গিয়েছে।
অনেকেই ভাবছেন হয়তো শেষের পথে এগোচ্ছে ধারাবাহিকটি। সত্যিই কি তাই? উত্তর জানতে সংবাদ মাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল সৃজন অভিনেতা রুবেল দাসের সাথে। কি জানালেন তিনি?
শেষের পথে ‘নিম ফুলের মধু’?
রুবেল জানান, ‘কি বলব বলুন তো! এই সিদ্ধান্ত পুরোপুরি চ্যানেলের। অভিনেতা হিসাবে আমার এখানে কিছুই বলার নেই। তবে হ্যাঁ স্লট চেঞ্জ হওয়াটা আমার কাছেও খুবই সারপ্রাইজিং। নিম ফুলের গল্প কিন্তু অনেকটাই শেষের দিকে তাই মনে হয়েছিল খুব শীঘ্রই হয়তো শেষ হয়ে যেতে পারে। তবে স্লট বদল হবে এটা জানা ছিল না’।
তবে এদিন সিরিয়ালের প্রসঙ্গে বলার পাশাপাশি দর্শকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন অভিনেতা। তাঁর মতে, ‘এত ওঠাপড়ার মাঝেও দর্শকদের ভালোবাসায় নিম ফুলের মধু টিআরপি টপার। এটাই সবচেয়ে বড় পাওনা। গল্প শেষের দিকে আসায় অনেক শিল্পীকেই অন্য সিরিয়ালে শিফট করানো হয়েছে। তবুও টিআরপির দিক থেকে আমরা সেরা, ইটা আলাদাই ভালো লাগা’।
প্রসঙ্গত, বর্তমানে দেখা যাচ্ছে ইশা শয়তানি করে পর্ণার মেয়ে পুঁটিকে কিডন্যাপ করেছে। এরপর তাকে দেশের বাইরে পাচার করে দিতে চাইছে। এদিকে মেয়েকে উদ্ধার করতে মরিয়া সৃজন-পর্ণা। কিভাবে তারা মেয়েকে বাঁচাবে সেটাই এখন দেখার।