বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,কৃষ্ণা,Krishna,নতুন প্রোমো,New Promo,নতুন সদস্য,New Member,শিশু কন্যা,Baby Girl,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

anita

Neem Phooler Madhu: মায়ের মুখ ভার হলেও, মেয়ে কোলে নিয়ে বেজায় খুশি সৃজন! ‘পর্ণা ২’ আসতেই আনন্দে আত্মহারা দর্শক

নিউজ শর্ট ডেস্ক: জি বাংলার (Zee Bangla) পর্দা সম্প্রচারিত অত্যন্ত দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। এই ধারাবাহিকের প্রধান নায়িকা সৃজন-পর্ণার (Srijan-Parna) জুটি দর্শক মহলে দারুণ জনপ্রিয়। পর্দায় সৃজনের চরিত্রে অভিনেতা রুবেল দাস আর তাঁর বিপরীতে পর্ণার ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা।

   

শুরু থেকেই এই ধারাবাহিকে একেবারে বাস্তবতার মোড়কে মধ্যবিত্ত বাঙালি পরিবারের কাহিনী তুলে ধরা হয়েছে। রক্ষণশীল দত্তবাড়িতে শুরুর দিনে এসে পর্ণা পরিবেশ দেখেছিল এখন তার মধ্যে এসেছে আমূল পরিবর্তন। তবে শুরু থেকে আজ পর্যন্ত পর্ণাকে মেনে নিতে পারেনি তার শ্বাশুড়ি কৃষ্ণা (Krishna)। প্রথম দিন থেকেই তার ভয় বাবু অর্থাৎ ছেলে সৃজন না হাতছাড়া হয়ে যায়।

ছেলের প্রতি তাঁর স্নেহ এতটাই বেশি যে তিনি চাইতেন বিয়ের পরেও তার বাবু সারাক্ষন তার আঁচলেই বাধা থাকবে। কিন্তু তা যখন হয়নি তখন তার জন্য তিনি দিনরাত দোষ দিয়ে যান বাবুর বউ অর্থাৎ পর্ণাকে।  সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন পর্দায় পর্ণা সন্তান সম্ভবা। খুব শীঘ্রই মা হতে চলেছে সে।  সিরিয়ালের প্লট অনুযায়ী বর্ষা শ্বশুরবাড়ি যেতে না যেতেই এসে গেল ধারাবাহিকের এক নতুন প্রোমো।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,কৃষ্ণা,Krishna,নতুন প্রোমো,New Promo,নতুন সদস্য,New Member,শিশু কন্যা,Baby Girl,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সেখানেই দেখা গেল অবশেষে দত্ত বাড়িতে আগমণ ঘটেছে এক খুদে সদস্যের। ফুটফুটে এক কন্যা সন্তান কোলে নিয়ে দত্ত বাড়িতে পা রেখেছে পর্ণা।  বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য এদিন মায়ের কোলে চেপেই প্রথম পা রেখেছে দত্ত বাড়িতে। তবে গোটা দত্ত বাড়িতে আনন্দের পরিবেশ  থাকলেও নাতনি হওয়ায় খুশি নন বাবুর মা অর্থাৎ কৃষ্ণা।

আরও পড়ুন: শনের নায়িকা হওয়ার জোর লড়াই! সোনামণিকে হারিয়ে ফিরছেন এই জনপ্রিয় অভিনেত্রী

আসলে শুরু থেকেই তিনি চেয়েছিলেন তার বাবুর ছোট্ট বাবু হবে। কিন্তু তা না হওয়ায় নাতনির মুখ না দেখেই তিনি সেখান থেকে চলে যান। তখন পর্ণা ভাবে মায়ের মত বোধ হয় তার ছেলে অর্থাৎ সৃজনও মেয়ে হওয়ায় খুশি নয়। কিন্তু তা একেবারেই নয়, বরং সৃজন হাসিমুখেই পুচকি মেয়েকে কোলে তুলে নিয়ে বলে ওঠে ‘আমি খুব খুশি। এই যে ম্যাডাম মায়ের মতো হতে হবে কিন্তু’।  তখনই দেখা যায় সেই খুদে সম্মতি স্বরূপ পা দিয়ে লাথি মেরে ওঠে। এই দৃশ্য দেখে সৃজন বলে ওঠে, ‘ওরে বাবা এ যে দেখি মায়ের থেকেও বেশি তার কাটা হবে।’