Neem Phooler madhu

anita

Neem Phooler Madhu: ইশার সর্বনাশ, পর্ণার পৌষ মাস! ভ্যালেনটাইন্স ডে’তে নিম ফুলের মধুতে আসছে বিরাট চমক

নিউজ শর্ট ডেস্ক: এখন চলছে প্রেমের সপ্তাহ। সামনেই ১৪ ই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day)।  ইতিমধ্যেই যার আঁচ এসে পড়েছে বাংলা সিরিয়াল (Bengali Serial) গুলিতেও। সম্প্রতি তেমনই প্রকাশ্যে এসেছে জি বাংলার (Zee Bangla) সুপারহিট মেগা সিরিয়াল ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটি নতুন প্রোমো (New Promo)। এই প্রোমোতে দেখা যাচ্ছে একটা ঘরে সুন্দর করে বেলুন আর টেডি বিয়ার দিয়ে সাজানো রয়েছে।

   

সেখানে ইশাকে (Isha) নিয়ে ডেটে গিয়েছে সৃজন (Srijan)। চেয়ারে বসে থাকলেও ইশার দুই হাত বাধা লাল কাপড় দিয়ে। প্রোমোতে দেখা যাচ্ছে ইশার চোখে লাল পট্টি বেঁধে তাকে চেয়ারে বসিয়ে রেখেছে সৃজন। আর সৃজন যখন ইশার চোখে কাপড় বাঁধছে তখন হাসতে হাসতে নাটক করে ইশা বলে ওঠে ‘দুষ্টুমি কোরোনা সৃজন!’

তারপরে দেখা যায় সৃজন ঈশার গলায় কালি পটকার মালা পরিয়ে দিয়ে বলে ‘তোমার ভ্যালেন্টাইন্স গিফট ইশা!’ তখন চোখ বাঁধা অবস্থায় হাসতে হাসতে ইশা বলে ওঠে ‘কি ডায়মন্ড নেকলেস?’ আর  ঠিক তখনই হাতে  মোমবাতি নিয়ে সেখানে এসে দাঁড়ায় পর্ণা (Parna)। আর সেখানে এসেই পর্ণা বলে ‘এবার ওর চোখটা খুলে দাও সৃজন’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নিম ফুলের মধু,Neem Phooler Madhu,সৃজন,Srijan,পর্ণা,Parna,ভ্যালেনটাইন্স ধামাকা,Valentine's Dhamaka,ইশা,Isha,নতুন প্রোমো,New Promo,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

তখন পর্ণার গলা শুনে চেয়ারে বসেই চিৎকার করে ওঠে ইশা। তখন  কালি পটকায় আগুন ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে পর্ণা ইশাকে  বলে নিজের মুখে আজকেই তার সমস্ত পাপ স্বীকার করে নেওয়ার জন্য।  তা হাতে আর মাত্র এক মিনিট সময় আছে। এর মধ্যেই সে যেন নিজের সমস্ত পাপ স্বীকার করে নেয়।

আরও পড়ুন: গুনতে গুনতে হাত-পায়ের আঙুল শেষ হয়ে যায়! প্রেমজীবন নিয়ে অকপট ইন্দ্রাণী হালদার 

তা না হলে সে ওই গলায় পড়ানো কালি পটকায় আগুন লাগিয়ে দেবে। বোঝাই যাচ্ছে এবার TRP তুলতে  নিম ফুলের মধুতে এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যেই আসতে চলেছে এক ধামাকা পর্ব। আগে থেকেই তার প্রোমো দেখে দারুন উচ্ছসিত হয়ে পড়েছেন দর্শকরাও।