Zee Bangla Neem Phooler Madhu Serial timeslot might be changed due to Parineeta Serial says Netizens

বিবাহ বার্ষিকী সেলিব্রেশনের আগেই দুঃসংবাদ! ‘পরিণীতার’ জেরে কোপ পড়তে পারে ‘নিম ফুলের মধু’ ঘাড়ে

পার্থ মান্নাঃ জি বাংলার জনপ্রিয় মেগাগুলির মধ্যে অন্যতম ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। দেখতে দেখতে দুবছর হতে চলল ধারাবাহিকটি তবে আজও পপুলারিটি রয়েছে বেশ। টিআরপি তালিকাতেও প্রথম পাঁচের মধ্যেই থাকে সৃজন-পর্ণা জুটি। কিন্তু এবার জানা যাচ্ছে, নতুন মেগা ‘পরিণীতা’ আসার জন্য কোপ পড়তে পারে ‘নিম ফুলের মধু’র ঘাড়ে। এমনটাই জল্পনা চলছে সোশ্যাল মিডিয়াতে।

প্রকাশ্যে পরিণীতা সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ

‘পরিণীতা’ সিরিয়ালের প্রথম প্রোমো আসার পর থেকেই হইচই পড়ে গিয়েছিল। দীর্ঘদিন ধরে অভিনেতা উদয় প্রতাপ সিংকে নায়ক হিসাবে দেখতে চেয়েছিলেন দর্শকেরা। সেই দাবি যেমন পূরণ হয়েছে, তেমনি নায়ক জুটি বাঁধছেন নবাগত অভিনেত্রী ঐশানির সাথে। চ্যানেলের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছিল যে আগামী ১১ই নভেম্বর থেকে শুরু হবে ধারাবাহিকটি। কিন্তু শুরুতে টাইমস্লট ঘোষণা হতেই শুরু হয়ে গোলমালের।

কিছুদিন আগেই শুরুর দিনক্ষণের পাশাপাশি টাইমস্লট ঘোষণা করা হয়। অথচ সেই সময় ‘জগদ্ধাত্রী’ সম্প্রচার হয়, তাহলে কি জগদ্ধাত্রী শেষ হয়ে যাবে? এই চিন্তায় ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। ভুল বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই সেই প্রোমো উধাও হয়ে যায়। এরপর জগদ্ধাত্রীর জুটি অঙ্কিতা ও সৌম্যদ্বীপের সাথে কথা বলার পর জানা যায় শেষ বা স্লট চেঞ্জ কোনোটাই হচ্ছে না।

পাল্টে যেতে পারে ‘নিম ফুলের মধু’র টাইমস্লট

তাই এবার দর্শকদের আন্দাজ ‘নিম ফুলের মধু’র বদলে আসতে পারে ‘পরিণীতা’। তাহলে কি হবে সৃজন-পর্ণা জুটির? অনেকের ধারণা সন্ধ্যে ৬ টার স্লটে দেওয়া হতে পারে নিম ফুলের মধুকে। যদিও এই সম্পর্কে চ্যানেলের তরফ থেকে কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে শীঘ্রই টাইমস্লট ঘোষণা করবে জি বাংলা। তাহলেই সবটা পরিষ্কার হয়ে যাবে।

প্রসঙ্গত, শুধু পরিণীতা নয় আরও একটি মেগা আসছে জি বাংলার পর্দায়। ‘মিত্তির বাড়ি’ নামক ধারাবাহিকে কামব্যাক করছেন মিঠাই অভিনেতা আদৃত রায়। অভিনেত্রী পারিজাত চৌধুরীর সাথে জুটি বাঁধবেন অভিনেতা। প্রোমো আসার পর থেকেই বেশ উত্তেজিত দর্শকেরা। এখন অপেক্ষা সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা হওয়ার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X