নিউজ শর্ট ডেস্ক: গত সপ্তাহের পর এই সপ্তাহেও আরও একবার বেঙ্গল টপারের (Bengal Topper) সিংহাসন হাতছাড়া হল জি বাংলার (Zee Bangla) ফার্স্ট গার্ল ‘জগদ্ধাত্রী’র (Jagadhatri)। অন্যদিকে গত সপ্তাহের পর এই সপ্তাহেও আরও একবার বেঙ্গল টপার হয়ে সেরার সেরা হয়ে উঠেছে এই চ্যানেলেরই সুপারহিট বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)।
এই সপ্তাহের টার্গেট রেটিং পয়েন্ট অর্থাৎ টিআরপি রেজাল্ট বেরোতেই দেখা গেল ফাটাফাটি রেজাল্ট করে ৮.৩ পয়েন্ট পেয়ে টিআরপি তালিকায় একাই প্রথম স্থান দখল করে নিয়েছে দত্ত বাড়ির জিনিয়াস বৌমা পর্ণা। আর ঠিক পরেই ৮.২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে জগদ্ধাত্রী।
অন্যদিকে এই সপ্তাহেও টিআরপি তালিকায় তৃতীয় স্থান নিজের দখলেই রেখেছে ফুলকি। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮। তবে বোঝাই যাচ্ছে এই সপ্তাহেও টিআরপি তালিকার প্রথম তিনে জয়জয়কার জি বাংলার সুপারহিট বাংলা সিরিয়াল গুলিরই। তাই সেদিক দিয়ে জি বাংলার নায়িকাদের সামনে অনেকটাই ফিকে স্টার জলসার নায়িকারা।
তবে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি তালিকায় চতুর্থ স্থান নিজের দখলেই রেখেছে স্টার জলসার বিখ্যাত উকিল গীতা এলএলবি। এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৯। তবে গীতা একা নয় এই সপ্তাহে জি বাংলার সিরিয়ালগুলোকে ভালোই টক্কর দিয়েছে স্টার জলসার আরও এক জনপ্রিয় সিরিয়াল ‘কথা’। এই সপ্তাহে এই ধারাবাহিকটি ৭.৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে।
আরও পড়ুন: ‘হাবলি’ পুতুলের কায়দা দেখে চোখ ফেরানো দায়! হট লুকের ভিডিও দেখে মন মজেছে ভক্তদের
তারপরেই ৭.২ পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। আর শ্যামলীর পরেই এই সপ্তাহের টিআরপি তালিকায় সপ্তম স্থানে রয়েছে জি বাংলার শিমুল অর্থাৎ ‘কার কাছে কই মনের কথা ধারাবাহিক।
এই সপ্তাহে এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫। তবে এই সপ্তাহে টিআরপি তালিকায় আবারও নম্বর কমেছে স্টার জলসার এককালের বেঙ্গল টপার সিরিয়াল অনুরাগের ছোঁয়ার। এই সপ্তাহে এই ধারাবাহিকের স্কোর ৬.৩। আসুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা।
প্রথম – নিম ফুলের মধু ৮.৩
দ্বিতীয় – জগদ্ধাত্রী ৮.২
তৃতীয় – ফুলকি ৮.০
চতুর্থ – গীতা LLB ৭.৯
পঞ্চম – কথা ৭.৩
ষষ্ঠ – কোন গোপনে মন ভেসেছে ৭.২
সপ্তম – কার কাছে কই মনের কথা ৬.৫
অষ্টম – অনুরাগের ছোঁয়া ৬.৩
নবম – বঁধুয়া ৬.২ (ওপেনিং)
দশম – আলোর কোলে ৫.৭