Target ratting Point

Target Rating Point: ওলট-পালট TRP! জ্যাস-পর্ণাদের কাছে হেরে ভূত স্টার জলসা, শুরুতেই ছক্কা শ্বেতার

নিউজ শর্ট ডেস্ক: দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নির্ধারিত সময়ের একদিন পরেই প্রকাশ্যে এলো চলতি সপ্তাহের টার্গেট রেটিং পয়েন্ট অর্থাৎ টিআরপি (Target Rating Point)। আসলে সোমবার ছিল পঁচিশে ডিসেম্বর হঠাৎ বড়দিন তাই সেই কারণে এই সপ্তাহে একদিন পিছিয়ে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবারে প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি লিস্ট।

আর ফলাফল প্রকাশ আসতেই দেখা গেল, আবার ওলট-পালট টিআরপি তালিকা। চলতি সপ্তাহে ‘জগদ্ধাত্রী’কে (Jagadhatri) হারিয়ে সেরার  শিরোপা ছিনিয়ে নিয়েছে জি বাংলার সুপারহিট বাংলা সিরিয়াল ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। খলনায়িকা ঈশার পর্দা ফাঁস করেই এই সপ্তাহে ৯.২ নম্বর নিয়ে বেঙ্গল টপারের শিরোপা জিতে নিয়েছে নিম ফুলের মধু।

আর তাদের ঠিক পরেই ৮.৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে জগদ্ধাত্রী। আর ৮.৫ নম্বর তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’ (Phoolki)। এছাড়া ওপেনিং-য়েই  ছক্কা হাকিয়েছে শ্বেতা ভট্টাচার্যের নতুন সিরিয়াল ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche)। প্রথম সপ্তাহেই ‘লাভ বিয়ে আজকাল’-কে হারিয়ে  ৭.৮ পয়েন্ট নিয়ে স্লট লিড করার পাশাপাশি প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই নতুন সিরিয়ালটি।

Target Rating Point

তাই বোঝাই যাচ্ছে গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও টিআরপি তালিকার প্রথম পাঁচে জি বাংলারই  জয় জয়কার। তবে এই সপ্তাহে ‘মিঠিঝোড়া’ কে হারিয়ে স্লট লিড করেছে ‘গীতা এলএলবি’। এই সপ্তাহে ৭.৯ পয়েন্ট নিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে গীতা এলএলবি।  একইভাবে জি বাংলার অত্যন্ত পছন্দের জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে পুতুল’কে হারিয়ে স্লট লিডার হয়েছে স্টার জলসার তোমাদের রানী।

আরও পড়ুন: ‘সবার শেষ অপশন আমি…..’! স্বামীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অকপট ‘শিমুল’ মানালি

 

বাংলা সিরিয়াল,Bangla Serial,টার্গেট রেটিং পয়েন্ট,Target Rating Point,নীম ফুলের মধু,Neem Phooler Madhu,জগদ্ধাত্রী,Jagadhatri,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,গীতা এলএলবি,Geeta LLB,কোন গোপনে মন ভেসেছে,Kon Gopone Mon Bheseche,কথা,Kotha,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

 

এই সপ্তাহে টি আর পি তালিকা থেকে ছিটকে গিয়েছে মিঠিঝোড়া। অন্যদিকে প্রথম পাঁচে জায়গা হয়নি স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’র-ও।  এককালের বেঙ্গল টপার সিরিয়াল এই সপ্তাহে  ৬.৭ নম্বর নিয়ে জায়গা  পেয়েছে অষ্টম স্থানে। আসুন দেখে নেয়া যাক চলতি সপ্তাহের সম্পূর্ণ টিআরপি তালিকা

প্রথম – নিম ফুলের মধু ৯.২

দ্বিতীয় – জগদ্ধাত্রী ৮.৯

তৃতীয় – ফুলকি ৮.৫

চতুর্থ – গীতা L.L.B ৭.৯

পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে ৭.৮

ষষ্ঠ – কার কাছে কই মনের কথা ৭.৬

সপ্তম – তোমাদের রাণী ৭.০

অষ্টম – অনুরাগের ছোঁয়া ৬.৭

নবম – সন্ধ্যাতারা ৬.৬

দশম – জল থই থই ভালোবাসা ৬.৫

এছাড়া ৬.৪ পয়েন্ট নিয়ে সেরা দশ থেকেই ছিটকে গিয়েছে নতুন সিরিয়াল কথা, তারপরেই ৬.৩ নম্বর নিয়ে দ্বাদশ স্থানে রয়েছে Love বিয়ে আজকাল। অন্যদিকে মেঘ অসুস্থ হতেই হাল খারাপ ইচ্ছে পুতুলের। বছর শেষে ৬.১ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে রয়েছে ইচ্ছে পুতুল। আর তারপরেই ৫.৫ এবং ৫.৪ পয়েন্ট নিয়ে যথাক্রমে চতুর্দশ এবং পঞ্চদশ স্থানে রয়েছে হরগৌরী পাইস হোটেল আর তুমি আশেপাশে থাকলে।

Avatar

anita

X