জি বাংলার (Zee Bangla) ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’র (Dance Bangla Dance) জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই রিয়েলিটি শো না দর্শকদের মধ্যেও উৎসাহের শেষ নেই। এমনকি এখন তো টক্কর দিচ্ছে অপর এক শো ‘দিদি নম্বর ১’। চলতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় প্রমাণ করে দেয় এই কথা। তবে কটাক্ষও যেন কমতে চায় না সোশ্যালে।
গত শনিবারই একটি প্রোমো শেয়ার করা হয়েছে জি বাংলার (Zee Bangla) তরফ থেকে। প্রোমোতে দেখা গেল, বলিউডের আইকনিক গান ‘ধক ধক করনে লাগা’তে নাচ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) ও অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। যেখানে শুভশ্রী পরে রয়েছেন, রানি কালারের একটি থ্রি পিস।
আর অঙ্কুশের পরনে কমলা রঙের ট্রাউজার আর কোট সঙ্গে কালো রঙের টি-শার্ট, ম্যাচিং বেল্ট। তবে শুভশ্রী-অঙ্কুশের এই নাচ নেটনাগরিকদের মনঃপূত হলনা। উল্টে নেট নাগরিকরা তো ‘বিচারক বদল’র দাবিও তুলেছেন। অনেকে তো তাদের কার্টুন বলেও কটাক্ষ করেছেন।
এক ইউজার লিখেছেন, ‘এত বড় একটা রিয়েলিটি শো। সেখানে বিচারকই এরকম বাজে নাচ করছে। এরা প্রতিযোগীদের কী শেখাবে। অবিলম্বে বিচারকের আসনে যোগ্য কাউকে নিয়ে আসা হোক।’ আরেকজন লিখলেন, ‘দুজনকেই কার্টুন লাগছে’। আরেকজন লিখেছেন, ‘মুখগুলো এমন যে কেন করতে থাকে কে জানে! একটু নাচ শিখে এসে বসতে পারে তো বিচারকের আসনে।’
যদিও শুভশ্রীর ভক্তরাও ছেড়ে কথা বলার পাত্র নয়, ‘এসে গেল সব শুভদির নিন্দে করতে। বোঝেও না কোনও প্র্যাকটিস ছাড়াই যা নাচ করছে সেটা এরা জন্মেও পারবে না। শুধু সমালোচনা করা চাই!’ প্রসঙ্গত, চলতি সিজনে মহাগুরুর আসনে ফিরে এসেছেন মিঠুন চক্রবর্তী। বিচারকের আসনে রয়েছেন, শুভশ্রী, শ্রাবন্তী ও মৌনি রায়। তবে বিগত কয়েক সপ্তাহে মৌনির বদলে পূজা ব্যানার্জিকে দেখা যাচ্ছে।