Sourav Ganguly:

Sourav Ganguly: ‘দাদার বউ নাচুনি’, লাগাতার ট্রোলিং ডোনাকে, মোক্ষম জবাব দিলেন সৌরভ পত্নী

নিউজ শর্ট ডেস্ক: সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) স্ত্রী ডোনা গাঙ্গুলীর (Dona Ganguly) একজন বিখ্যাত নৃত্যশিল্পী (Dancer)। তাই তার পরিচয় শুধুমাত্র সৌরভ গাঙ্গুলীর স্ত্রী নয়,তিনি একজন  প্রতিষ্ঠিত ধ্রুপদী নৃত্যশিল্পী। কিংবদন্তি ভারতীয় ধ্রুপদী নৃত্যশিল্পী কেলুচরণ মহাপাত্রের সুযোগ্যা শিষ্যা ডোনা। তাঁর নাচের ট্রুপের নাম ‘দীক্ষা মঞ্জরি’।ভারতের গণ্ডি ছাড়িয়ে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে বছরভর নাচের বিভিন্ন অনুষ্ঠান করেন বিখ্যাত এই ওডিসি নৃত্যশিল্পী।

তবে আমাদের সমাজে নাচ নিয়ে ছুৎমার্গ আজকের নয়। তাই নাচের জন্য ডোনা গাঙ্গুলিকেও হামেশাই নিন্দুকদের ট্রোলের (Troll) মুখে পড়তে হয়।  নিজের ফেসবুক পেজ থেকে মূলত নাচ সংক্রান্ত নানান আপডেট দিয়ে থাকেন ডোনা। সেখানে অনেকেই তাকে নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করে থাকেন।  নাচ নিয়ে মানুষের মনের মধ্যে এখনও যে ধরণের ছুৎমার্গ রয়েছে সম্প্রতি এপ্রসঙ্গে জানতে তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল।

জবাবে তিনি জানান ‘এখনও আমাদের সমাজে অনেকে মনে করেন বিয়ের পরে নাচটা করা যায় না! সংসারের চাপে নাচটা হয়ে ওঠে না। এমনটা হয়েই থাকে’। এরপর এই নিজের সাথে ঘটা একটা ঘটনার উদাহরণ দিয়ে ডোনা বলেন ‘সত্যি বলতে কিছুদিন আগেই আমাকে একজন দেখালো ফেসবুকে আমাকে একজন নাচুনি বলেছে। লিখেছে দাদার বউ নাচুনি। আমাকে বলল আমি কেন এদের ব্লক করি না। আমি বললাম থাক আমি প্রয়োজন মনে করি না। লিখেছে থাকুক।’

সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,ডোনা গাঙ্গুলী,Dona Ganguly,নাচুনি,Nachuni,ট্রোল,Trolls,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আসলে আজ পর্যন্ত কোনো দিনই  নিন্দুকদের ব্যঙ্গ বিদ্রুপ স্পর্শ করতে পারেনি ডোনা গাঙ্গুলিকে। তাই নিজের প্যাশনকে নিয়েই তিনি এগিয়ে চলেছেন তাঁর জীবনে। ডোনার কথায় ‘আমি নিজের প্যাশন ফলো করি। আমি গর্বিত ভারতীয়। নিজের সংস্কৃতিকে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি ভারতের সাংস্কৃতিক অ্যাম্বাসেডার।’

আরও পড়ুন: শেষ রক্ষা হল না! মন্ত্রীর ছেলের গুলিতে মৃত্যুর মুখে রুচিরা, টিভির আগেই ফাঁস তুলকালাম পর্ব

সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,ডোনা গাঙ্গুলী,Dona Ganguly,নাচুনি,Nachuni,ট্রোল,Trolls,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

সেইসাথে ডোনার সংযোজন ‘আমার গুরুজি আমাকে যা শিখিয়েছেন, আমি চেষ্টা করি সেটাকে যথার্থভাবে ফুটিয়ে তুলতে। বিশ্বের নানান প্রান্তে আমি সেই নৃত্য পরিবেশন করি। তাতে যদি আমাকে এই লোকটা নাচুনি বলে, আমার কিছু যায় আসে না। কারণ ওই লোকটা আন-কালচারড। উনি সেটা না বুঝলে আমি কী করব। আমি ওঁনাকে সংস্কৃতি শেখানোর দায়িত্ব নিইনি।’

Avatar

anita

X