সালটা ২০১৯। বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল বলিউড (Bollywood) সুপারস্টার হৃত্বিক রোশন (Hritik Roshan) অভিনীত ছবি ‘ওয়ার’। ব্লকবাস্টার তকমা পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। দর্শকদের নজর কেড়েছিল হৃত্বিকের অভিনয়। অ্যাকশনে ভরপুর এই ছবি ব্যাপক সাড়া ফেলেছিল ভারতীয় ইন্ডাস্ট্রিতে।
এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশন এবং নতুন প্রজন্মের অ্যাকশন তারকা টাইগার শ্রফ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার আসছে ‘ওয়ার ২’ (War 2)। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই শুরু হতে চলেছে এই ছবির শুটিং।
বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে সিভিল ওয়ার নিয়ে হাজির হচ্ছে যশ রাজ ফিল্মস। বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে টাইগার, পাঠান এবং মেজর কবিরকে। ভারতীয় ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় অ্যাকশন সিনেমা নিয়ে হাজির হতে চলেছে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি।
চলতি বছরের দিওয়ালিতেই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে সালমান খান অভিনীত ‘টাইগার থ্রি’ ছবি। এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে পাঠানকে। ঠিক যেমনটা পাঠানে দেখা দিয়েছে টাইগারকে। আর এবার এই তালিকায় জুড়তে চলেছে মেজর কবিরের নাম।
হলিউড জগত মার্বেলের ‘সুপার হিরো ইউনিভার্সে’- এর মতই এবার বলিউড নিয়ে আসছে ‘স্পাই উনিভার্স’। ২০১২ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’। সেই থেকেই সূচনা হয়েছে যশরাজের ‘স্পাই ইউনিভার্সিটি’। এরপর এই তালিকায় জায়গা করে নিয়েছে ‘ওয়ার’, ‘টাইগার ২’,‘পাঠান’, ,টাইগার ৩’ আর এবার এই তালিকায় জুড়লো ‘ওয়ার ২’-এর নাম।