লাগাতার TRP লিস্টে খারাপ রেজাল্ট, ‘খড়কুটো’র জায়গা নিচ্ছে ‘আলতা ফড়িং’, ক্ষুব্ধ সৌগুন ভক্তরা

বছরের শুরুতে নতুন ধারাবাহিক নিয়ে হাজির হতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় চ্যানেল স্টার জলসা। নতুন এই ধারাবাহিকে মা এবং মেয়ের এক অসাধারণ লড়াইয়ের কাহিনী তুলে ধরা হবে। নতুন এই ধারাবাহিকের নাম ‘আলতা ফড়িং’। আগামী ১০ জানুয়ারি থেকে রোজ সন্ধে ৭:৩০ এ সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। আপনারা নিশ্চয়ই ভাবছেন, এই সময় তোখড়কুটো হয়!

তাহলে কি খড়কুটো শেষ হয়ে যাবে? নতুন জায়গাতেই আসবে আলতা ফড়িং? আসলে এখন শেষ হচ্ছে না খড়কুটো। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মোহর এর মতই আগামী ১০ জানুয়ারি থেকে দুপুর ২:৩০-এ সম্প্রচারিত হবে খড়কুটো। তবে নির্মাতাদের এসব পরিবর্তনে খুশি হননি খড়কুটোর অনুরাগীরা। তাদের মতে এই ধারাবাহিক শেষ করে দেওয়ায় অনেক ভাল ছিল। এরকম দুপুরবেলায় সিরিয়াল দেখা তাদের পছন্দ নয় বলেও জানিয়েছেন অনুরাগীরা।

তবে নতুন এই ধারাবাহিক আলতা ফড়িং এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায় ও নায়িকার ভূমিকায় আছেন খেয়ালি মন্ডল। আসলে ইয়াস ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতেই গড়ে উঠেছে এই গল্প। এই গল্পের অভিনেত্রী অর্থাৎ ফড়িং, গরীব ঘরের মেয়ে যার মা ইট ভাটায় কাজ করে। গরীব ঘরের সন্তান হয়েও দারুন জিমনাস্টিক করতে পারে ফড়িং।

নতুন এই সিরিয়ালের প্রোমোতে দেখানো হয়েছে ঝড়-বৃষ্টিতে বাড়ি ঘর ভেসে গিয়েছে ফড়িংয়ের। তার সাথেই জলের তোড়ে হারিয়ে গিয়েছে তার মা। এরপরেই এন্ট্রি নিয়েছে গল্পের নায়ক। নতুন এই গল্প নিয়ে মজেছেন দর্শকেরা। আগামী দিনে কেমন ভাবে এগোবে এই ধারাবাহিক আর টিআরপি তালিকায় রেজাল্ট কেমন আসবে সেটা সময় বলবে।

Papiya Paul

X