নিউজশর্ট ডেস্কঃ New Business Idea And You Can Earn Huge Money: আজ আমরা আপনাদের ব্যবসার (Business Idea) একটি দারুণ আইডিয়া দিতে চলেছি। ব্যবসায় নাম্বার আগে বাজারের হাল হকিকত বুঝে নেওয়া ভালো, কিন্তু আমরা আজ এমন এক ব্যবসা সম্পর্কে জানাতে চলেছি যার চাহিদা ভারতীয় বাজারে (Indian Market) সদা ক্রমবর্ধমান। আর এই ব্যবসা হলো ধূপকাঠির ব্যবসা (Incense Stick Business)।
ভারতীয় সভ্যতায় ধূপকাঠির গুরুত্ব অথবা প্রয়োজনীয়তা কম নয়। নিত্যদিনের বাড়ির পুজো থেকে শুরু করে বিভিন্ন কাজে ধূপের বহুল ব্যবহার হয়। মন্দির থেকে গুরুদ্বরা, সর্বত্রই প্রচলন রয়েছে ধূপকাঠির। আপনিও চাইলেও এখানে বিনিয়োগ করে হাজার হাজার টাকা আয় করতে পারেন। কীভাবে কি করবেন সেই নিয়েও ভাবার দরকার নেই। আমরাই আপনাদের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি চলুন।
প্রথমে দেখে নিন কী কী দ্রব্যের প্রয়োজন রয়েছে :
১) বাঁশের লাঠি
২) সুগন্ধি রাসায়নিক
৩) অপরিহার্য তেল (চন্দন)
৪) জিলাটিন কাগজ
৫) পারফিউম
৬) সাদা চিপস
৭) প্যাকিং উপাদান
এছাড়া রয়েছে অন্যান্য উপাদান যেমন কালার পাউডার যার মধ্যে রয়েছে কাঠকয়লা, জি কিট এবং নার্গিস পাউডার।
ধূপের ব্যবসার জন্য আপনাকে মন্দির সংলগ্ন একটি স্থান বেছেনিতে হবে। বর্তমান সময়ে অবশ্য আপনি চাইলে অনলাইনেও ধূপকাঠি বিক্রি করতে পারেন। তবে তার আগে আপনাকে একটি মেশিন কিনে ফেলতে হবে।
প্রয়োজনীয় দ্রব্যাদি : মাথায় রাখবেন ধূপকাঠি তৈরি করা একটি অত্যন্ত লাভজনক ব্যবসা এবং বাজারে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি পাওয়া যায় সেইনীয়। সাধারনত দুই ধরনের ধূপকাঠি তৈরির মেশিন পাওয়া যায় বাজারে একটি, হলো ম্যানুয়াল এবং অন্যটি স্বয়ংক্রিয়। এছাড়া রয়েছে ধূপকাঠি মিক্সার মেশিন ও ড্রাইং মেশিন।
আপনি চাইলে নামমাত্র বিনিয়োগে এই ব্যবসা শুরু করতে পারেন। খুব কম বিনিয়োগ করলেও প্রতি মিনিটে ১৫০ থেকে ১৮০টি স্টিক উৎপাদন করতে পারেন। এই কাজের জন্য আপনার একজন লোক হলেই হবে।
এবিষয়ে জানিয়ে রাখা ভালো যে, ভারতের অন্যতম প্রচলিত কুটির শিল্প এই ধূপকাঠির ব্যবসা। সারা দেশের প্রায় ২০ লক্ষ লোকের কর্মসংস্থান প্রদান করে এই ক্ষেত্র। বিদেশেও রপ্তানি চলছে এই নিয়ে। গত অর্থবর্ষেই এই পরিমাণ ছিল প্রায় ১ হাজার কোটি টাকা। ফলে আপনিও এখানে বিনিয়োগ করে বেশ মোটা উপার্জন করতে পারেন সে আর বলার অপেক্ষা রাখেনা।