Business Idea

Business Idea: পুঁজি লাগবে ১০ হাজারের কম, এই ব্যবসায় রোজগার হবে সরকারি চাকরির থেকেও বেশি

নিউজশর্ট ডেস্কঃ এখন শুধুমাত্র চাকরি নয়, নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য চাকরির পাশাপাশি ব্যবসা করতে চাইছেন সকলে। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু চেষ্টা করে যখন চাকরি খুঁজেই পাচ্ছেন না তখন ব্যবসার পথ বেছে নিচ্ছেন। কিন্তু ব্যবসা করার আগে সঠিক ব্যবসা কোনটা হবে এবং কত পুঁজির প্রয়োজন হবে তা আগে জেনে নেওয়া দরকার।

যে ব্যবসা চাহিদা প্রচুর রয়েছে এবং কম পুঁজিতে শুরু করা যেতে পারে সেই ব্যবসা থেকে ভালো টাকা উপার্জন হয়। এমন ব্যবসা রয়েছে যেগুলো একবার দাঁড়িয়ে গেলে সেই ব্যবসা থেকেই কয়েক হাজার থেকে লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব হয়। আজকে এই প্রতিবেদনে আপনাদের জন্য একটি বিজনেস আইডিয়া(Business Idea) সামনে নিয়ে এসেছি। যেই ব্যবসা থেকে মোটা টাকা রোজগার করা সম্ভব হয়।

এই ব্যবসা হল স্টেশনারী জিনিসপত্রের ব্যবসা। এখন এই স্টেশনারী জিনিসপত্রের চাহিদা বাড়ছে। পেন, পেন্সিল, কালার পেন্সিল, থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে নানা প্রয়োজনীয় দ্রব্য এবং আনুষঙ্গিক জিনিসপত্রগুলো বিক্রি করা যেতে পারে। আপনি এই ব্যবসা করতে গেলে আপনাদের গ্রাহক হবে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। তাই এমন জায়গায় দোকান খুলতে হবে যেখানে স্কুল, কলেজ, কোচিং সেন্টার, টিউশন সেন্টার ইত্যাদি রয়েছে।

Business Idea

আরও পড়ুন: Business Idea: খুব কম টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা! আয় শুনলে হিংসা করবে সরকারি চাকুরিজীবিরাও

এই ব্যবসা ন্যূনতম ১০ হাজার টাকা বিনিয়োগ করলেও শুরু করা যেতে পারে। আপনি চাইলে ৫০ থেকে ৬০ হাজার টাকা বিনিয়োগ করেও বড় করে এই ব্যবসার প্রসার বাড়াতে পারেন। শিক্ষা ক্ষেত্রে এখন বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী লাগে। বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা, প্রজেক্ট-এর কাজ ইত্যাদির জন্য নানা রকমের পেন, খাতা, পেন্সিল, প্রজেক্ট-এর পেপার নানা জিনিসপত্রের প্রয়োজন হয়।

কলেজের ছাত্র-ছাত্রীদের এই সমস্ত জিনিসপত্র বিক্রি করতে পারলে আপনার ব্যবসা ধীরে ধীরে প্রসার বাড়তে পারে। আপনি চাইলে ন্যায্য মূল্যে এই ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন। খুব বেশি চড়া দাম রাখলে ছাত্রছাত্রীদের সেগুলি কিনতে অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনি যদি কম লাভের মধ্যে রেখেও এ সমস্ত জিনিস বিক্রি করেন তাহলে আপনার বিক্রিও বাড়বে এবং আপনার ব্যবসা আরো এগিয়ে যাবে।

Papiya Paul

X