Business Idea

Business Idea: নামমাত্র বিনিয়োগে শুরু করুন এই ইউনিক ব্যবসা, মাসে মাসে পকেটে ঢুকবে কাঁড়ি কাঁড়ি টাকা

নিউজশর্ট ডেস্কঃ ৯ টা-৫টার ডিউটি করে এখন মানুষের চলবে না। এক কথায় শুধুমাত্র চাকরির পয়সা দিয়ে সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সেক্ষেত্রে সবথেকে বেশি সমস্যায় পড়ছেন সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেরা। আর তাই অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় নতুন কিছু করার ইচ্ছে রয়েছে সকলের মধ্যেই।

তবে এই সমস্ত ছোট ব্যবসার ক্ষেত্রে কোন ব্যবসা করলে বেশি লাভ হবে কিংবা কোন ব্যবসা করে মোটা টাকা উপার্জন করা যাবে। আর কোন ব্যবসাতে মূলধন কম প্রয়োজন এই সমস্ত কিছু আগে বিচার বিবেচনা করে তবে ব্যবসায় নামা উচিত। আজকের এই প্রতিবেদনে এমনই একটি ব্যবসার(Business Idea) খোঁজ সম্পর্কে আপনাদেরকে জানাবো।

বর্তমানে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার জন্য নানারকমভাবে চেষ্টা করা হয় সরকারের পক্ষ থেকে। আবার সাধারণ মানুষেরাও এখন আগের থেকে অনেক বেশি পরিবেশ সচেতন। তাই অনেকেই পলিথিন ব্যাগ ব্যবহার করা বন্ধ করেছেন। সেক্ষেত্রে পলিথিন ব্যাগের বিকল্প হিসাবে অন্য ব্যাগের প্রয়োজন হয়। এই ব্যাগগুলোর দাম পলিথিন ব্যাগের থেকে কিছুটা হলেও বেশি। তবে এখন এই ব্যাগগুলোর চাহিদা দিন দিন বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন: Business Idea: বাড়িতে বসেই মা বোনেরা করতে পারেন এই ৩ ব্যবসা, মাসে ঘরে ঢুকবে ১৫-২০ হাজার টাকা

তাই এই ধরনের ব্যাগের ব্যবসা করতে পারলে ভালো টাকা উপার্জন করা যাবে। অল্প বয়সী ছেলেমেয়ে থেকে শুরু করে বাড়ির মহিলারা বাড়িতে বসে এই ব্যাগ বানিয়ে ব্যবসা শুরু করতে পারেন। অনেক ক্ষেত্রে কাপড় দিয়েও নানা রকমের ডিজাইনের ব্যাগ তৈরি করা যায়। পুরনো কাপড় দিয়ে নতুন ডিজাইনের সুন্দর ব্যাগ তৈরি করা যায়। আপনার বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তাহলে আপনি বাড়িতে বসেই এই ধরনের ব্যাগ তৈরি করতে পারবেন।

এরপর আপনার ব্যবসা বাড়বে তখন সেক্ষেত্রে একজন অর্গানাইজার এবং কয়েকজন কর্মী দিয়ে কাজ করালে আপনার উপকার হবে। হিসেব বলছে ধরুন একটি ব্যাগ তৈরি করতে ৫ টাকা যদি খরচ হয় তাহলে আপনি অনায়াসে সেই ব্যাগটি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি করতে পারবেন। আপনি অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রে এ ধরনের ব্যাগগুলো বিক্রি করতে পারেন। এই ধরনের ব্যবসায় কম পুঁজি দিয়ে শুরু করলেও মোটা টাকা উপার্জন করা যায়।

Avatar

Papiya Paul

X