লাভ প্রচুর, নেই লোকসান, একদম অল্প পুঁজিতে শুরু করুন এই ব্যবসা, মাসের শেষে হয়ে যাবেন মালামাল

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে চাকরির বাজার খুবই খারাপ। একটা চাকরির জোগাড় করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। শুধুমাত্র চাকরি করে অর্থ উপার্জন করলে তা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। যত দিন যাচ্ছে জিনিসপত্রের দাম ততই বেড়ে চলেছে, এর ফলে একজন মানুষের পক্ষে সংসার চালানো কিছুতেই সম্ভব নয়। তাই চাকরির পাশাপাশি ব্যবসা(Business) করে নিজেদের অর্থ উপার্জন বাড়াতে চাইছেন মানুষেরা।

আবার অন্যদিকে বাড়ির গৃহবধূরা ছোটখাটো ব্যবসার মাধ্যমে নিজেদের অর্থ উপার্জন শুরু করতে চাইছেন। তবে যে কোন ব্যবসায় নামার আগে সবকিছু বিচার বিশ্লেষণ করে তবেই নামা উচিত। নাহলে লাভের বদলে লোকসান হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আজকের এই প্রতিবেদনে আপনাদের একটি ছোট ব্যবসার(Business Idea) কথা বলব যেখানে আপনি মাত্র ৫ টাকার কোন জিনিস কিনে খুব সহজেই সেটি ৪০ টাকা কিংবা ৫০ টাকায় বিক্রি করতে পারেন।

এটি হলো ছোট প্লাস্টিক জাতীয় দ্রব্য বিক্রির ব্যবসা। যদিও প্লাস্টিকের দ্রব্য ব্যবহার করতে এখন নিষেধ করা হয়েছে। কিন্তু খেলনা থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য টিফিন কারি, পেন্সিল বক্স, কৌটো  ইত্যাদি প্লাস্টিকের তৈরি জিনিসই বেশি ব্যবহার করি। এই সমস্ত জিনিসের চাহিদাও প্রচুর।

আপনি চাইলে কলকাতা থেকে পাইকারি রেটে এই ধরনের প্লাস্টিকের দ্রব্য কিনে এনে তা আপনার বাড়ির এলাকার আশেপাশের দোকানগুলোতে বিক্রি করতে পারেন কিংবা নিজেই একটি দোকান খুলে বিক্রি করতে পারেন। যদি দোকান খোলার জায়গা না থাকে তাহলে আপনি অনলাইনেও নিজের ব্যবসা বাড়াতে পারেন। এখন ই-কমার্স অ্যাপ-এর মাধ্যমে খুব সহজেই আপনার জিনিসপত্রকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন।

এই অ্যাপগুলোতে নিজের ব্যবসার সমস্ত তথ্য রেজিস্টার করেন তাহলে আরো বেশি সুবিধা হবে। কাঁচামাল বলতে এই সমস্ত দ্রব্য পাইকারি রেটে কেনার সবথেকে ভালো জায়গা হল কলকাতার বড়বাজার। এখানে গিয়ে আপনি খুব সহজেই পাঁচ থেকে দশ টাকার মধ্যে অনেক কিছু জিনিস পেয়ে যাবেন। খেলনা, জলের বোতল, পেন্সিল বক্স, টিফিন বক্স, রান্নাঘরে টুকিটাকি জিনিস। এগুলি আপনি আপনার এলাকায় পর্যাপ্ত লাভ রেখে বিক্রি করতে পারবেন। আর এই ব্যবসা করে প্রত্যেক মাসে আপনি অনায়াসে ১৫ থেকে ২০ হাজার টাকা ঘরে বসেই ইনকাম করতে পারবেন।

Papiya Paul

X