নিউজ শর্ট ডেস্ক: এখনকার দিনে ছোট থেকে বড় সকলেই বুঁদ হয়ে থাকেন মোবাইল ফোনের নেশায়। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুম যাওয়া পর্যন্ত মুঠোফোন হাতে না নিলে গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে থেকে যায়। হোয়াটসঅ্যাপ (WhatsApp) কিংবা ফেসবুক সোশ্যাল মিডিয়া ছাড়া এক মুহুর্ত চলে না কারও।
তাই কেউ কাজের প্রয়োজনে কেউবা কোনো ব্যক্তিগত কারণে বেশিরভাগ সময়টাই কাটিয়ে ফেলেন হোয়াটসঅ্যাপের মতো এই জনপ্রিয় চ্যাটিং অ্যাপে।আর এখন প্রায় প্রত্যেক মাসেই অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য নিত্যনতুন চমক নিয়ে হাজির হয় মেটা সংস্থা। মূলত হোয়াট্সঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা মজবুত করতেই নিত্যনতুন সুযোগসুবিধা সম্পন্ন ফিচার্স নিয়ে আসে তারা।
সম্প্রতি অর্থাৎ বুধবার সকালেই তেমনি হোয়াট্সঅ্যাপ-এর চ্যাট বক্সটিতে এসেছে আমূল পরিবর্তন। একনজরে দেখলে যা হয়তো নজরে আসবে না অনেকেরই। কি ভাবছেন হোয়াটসঅ্যাপে আবার নতুন করে কোন ফিচার এল?
আসলে এদিন হঠাৎ করেই বেশ কিছুজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী লক্ষ করেন, হঠাৎ করেই হোয়াট্সঅ্যাপ-এর চ্যাট বক্সটি দেখতে একেবারে অন্য রকম হয়ে গিয়েছে। আসলে হোয়াট্স অ্যাপের চ্যাট বক্সের উপরের দিকে যে সবুজ রঙের টুল থাকে, এদিন তা একেবারে নীচে নেমে এসেছে।
আরও পড়ুন: এবার UPI পেমেন্টেও রাজত্ব করবে মুকেশ আম্বানি, আসছে Jio সাউন্ড বক্স
তবে নতুন ফিচার্স প্রসঙ্গে হোয়াট্সঅ্যাপ বিটা সংস্থার ওরফে জানানো হয়েছে, এই বৈশিষ্ট্যটি আসলে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই পরীক্ষামূলক ভাবে শুরু করা হয়েছে। তাই এখনই সবার ফোনে এই সুবিধা পাওয়া যাবে না।
এই সংস্থার দেওয়া তথ্য অনুসারে এই মুহূর্তে এই নতুন ফিচারটি শুধুমাত্র হোয়াট্সঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েডের ২.২৪.৬.১৬ ভার্সনে পাওয়া যাবে। তবে পরের সপ্তাহে আরও কিছু ব্যবহারকারীর ফোনেও এই ফিচার্স চলে আসবে। তবে জানা যাচ্ছে অনেক আগে থেকেই আইফোন ব্যবহারকারীদের ফোনে এই সুবিধা ছিল।