একদম বিনামূল্যে মিলবে HOTSTAR! JIO-AIRTEL-কে টক্কর দিতে জলের দরে প্ল্যান আনলো এই নতুন কোম্পানি

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে বিশ্বকাপ নিয়ে মেতে উঠেছে গোটা ভারতবাসী। আর বিশ্বকাপ চলাকালীন একটার পর একটা নজরকাড়া প্ল্যান নিয়ে আসছে দেশের জনপ্রিয় টেলিকম সংস্থাগুলি। জিও(Jio) এবং এয়ারটেল(Airtel) এমন অনেক প্ল্যান নিয়ে এসেছে যেখানে ফ্রিতে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

আর এবার জিও এবং এয়ারটেলকে টেক্কা দিতে বাজারে এলো আরেকটি নতুন কোম্পানি। জানা গিয়েছে, ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডিজনি হটস্টারের বিশেষ সাবস্ক্রিপশন এবং ৩০০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট স্পিডসহ ক্রিকেট বিশ্বকাপ দেখার এক দুর্দান্ত প্ল্যান আনলো দেশীয় ইন্টারনেট স্টার্ট আপ এক্সাইটেল(Excitel)

প্রত্যেক মাসে মাত্র ৪৯৯ টাকা দিলে একটি নতুন বিশ্বকাপ ব্রডব্যান্ড প্ল্যান চালু করছে এই নতুন সংস্থা। এক বছরের সাবস্ক্রিপশন সহ এই বেস্ট প্ল্যানটি উপভোগ করতে গ্রাহকদের প্রত্যেক মাসে ৪৯৯ টাকা দিতে হবে। এই নতুন প্ল্যান সম্পর্কে সংস্থার তরফ থেকে বলা হয়েছে যে এই প্ল্যানটি গ্রাহকদের টেলিভিশন খরচ নিয়ন্ত্রণ করতে দেয়। এর জন্য কোন চুক্তির প্রয়োজন হয় না।

এর পাশাপাশি এতে গ্রাহকরা বিশ্বকাপ এবং লাইভ ক্রিকেট ম্যাচের জন্য ডিজনি প্লাস হটস্টার পুরোপুরি এক্সেস করতে পারবে। আরো একটি প্ল্যান রয়েছে যেটিতে ৪০০ এমবিপিএস ইন্টারনেট পরিষেবার সঙ্গে ১৬ টি প্রিমিয়াম ওটিটি অ্যাপ্লিকেশন সহ একটি বান্ডেল এবং ৫৫০ টির ও বেশি লাইভ টিভি চ্যানেলের সম্পূর্ণ এক্সেস পাবেন। এই প্ল্যানের জন্য খরচ করতে হবে ৫৯২ টাকা। এই প্ল্যানটিও এক বছরের জন্য প্রযোজ্য। ৩৫টিরও বেশি শহরে এই নতুন পরিষেবার সম্প্রসারণ করতে চলেছে এক্সাইটেল।

Papiya Paul

X