যেকোনো ছেলেরই স্বপ্ন থাকে বাইক। এমন কোন ছেলে নেই যে বাইক ভালোবাসে না। বাজারের সবথেকে ভালো বাইকটি নিজের কাছে রাখার স্বপ্ন দেখে প্রত্যেকটা ছেলেই। এবার ভারতের বাজারে এল একটি দুর্দান্ত বাইক যা হার মানাবে অতীতের সমস্ত বাইককে। তবে এটা কোন পেট্রোলের বাইক নয়, সম্পূর্ণ ভাবে ইলেকট্রিক বাইক। একটা নতুন ইলেকট্রিক টু হুইলার কোম্পানি ভারতের বাজারে লঞ্চ করল ইলেকট্রিক বাইক।
Cyborg Yoda নামক এই অত্যাধুনিক ইলেকট্রিক বাইকটি ভারতের বাজারে লঞ্চ করলো Ignition Motocrop নামক বাইক কোম্পানি। এই বাইক কোম্পানির মালিক জানিয়েছেন ভারতের যেকোন ভুপ্রাকৃতিক অঞ্চলের যেকোন আবহাওয়াতেই এই বাইকটি সাবলীল ভাবে চলতে পারে। ভারতের জলবায়ুতে চলাচলে কোন অসুবিধা হবে না বলে জানিয়েছেন তিনি।
পেট্রোলের দুর্মূল্য বাজারে পেট্রোলের পরিবর্তে বিদ্যুতে চলবে এই বাইকটি। একবার চার্জ দিলে অনায়াসে 120 কিলো মিটার পর্যন্ত দৌড়াতে পারবে এই বাইকটি। পাশাপাশি এই বাইকটিতে ব্যাটারি বদলের সুবন্দোবস্ত রয়েছে বলে জানা গিয়েছে।