বাজারে এলো সবচেয়ে কমদামী ই-বাইক, ৬০ কিমি যেতে খরচ লাগবে ৫ টাকারও কম!

বর্তমানে প্রযুক্তির বিরাট পরিবর্তন ঘটছে। দ্রুতগতিতে মানুষ নিত্যনতুন প্রযুক্তিগত পরিষেবা পাচ্ছেন। আজ এমনই একক নতুন জিনিসের কথা আপনাদেরকে জানাবো। এমনিতেই দিনদিন যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে, সেখানে সবথেকে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষরা। আর তাই সাইকেলের উপর বেশি নির্ভরশীল হচ্ছেন মানুষেরা। এবার এমনই এক আশ্চর্যকর সাইকেল আবিষ্কার করেছেন এক কোম্পানি।

গাড়ি বা হালফিলের স্কুটার ও মোটরসাইকেলের এলসিডি ডিসপ্লের ব্যবহার ক্রমেই বেড়ে চলেছে। তবে এবার সাইকেলেও ডিসপ্লে পাবেন আপনারা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি লঞ্চ হয়েছে এই ইলেকট্রিক বাইসাইকেল। এটির মধ্যে এলসিডি ডিসপ্লে রয়েছে। বাইকের মতো এবার সাইকেলের ডিসপ্লেতে প্রয়োজনীয় তথ্য ভেসে উঠবে। এই সাইকেলের সামনে এবং পেছনে লাইট থাকবে। আর ব্যবহারকারীরা তাদের ইচ্ছেমতো লাইট অফ বা অন করতে পারবেন।

VAAN Electric Moto ব্র্যান্ড এই ইলেকট্রিক টু-হুইলারটি লঞ্চ করেছে। আর কেরলের কারিগরি উন্নয়ন, ব্যবসা, বৈদ্যুতিন এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর কোচির একটি অনুষ্ঠানে এই সাইকেলটি লঞ্চ করেছেন। কেরলের কোচিতে এর দুটো ভ্যারিয়েন্ট- আরবানস্পোর্ট এবং আরবানস্পোর্ট প্রো আপাতত মিলবে। গোয়া, বেঙ্গালুরু, দিল্লী, মুম্বাই এবং হায়দ্রাবাদের বাজারে আগামীদিনে পাওয়া যাবে বলে জানা গেছে।

এটার দুটো ভ্যারিয়েন্ট এর দাম যথাক্রমে ৫৯,৯৯৯ টাকা এবং ৬৯,৯৯৯ টাকা। ইতিমধ্যেই অনলাইনে বুকিং শুরু হয়ে গিয়েছে। আর অনলাইনের ওয়েবসাইটটি হল https://vaanmoto.com ইতালিয়ান ই-বাইক ব্র্যান্ড Benelli Biciclette সাথে VAAN যৌথভাবে এই ইলেক্ট্রিক সাইকেল তৈরী করেছে। শুধু ছেলেরা নয়, মেয়েরাও এটি চালাতে পারবেন।

Papiya Paul

X