Gold Buying Rule

Gold Buying Rule: টাকা থাকলেই যা খুশি করা যাবে না, সোনার গয়না কিনতে হলে হাতে রাখুন এই দুটি কাগজ!

নিউজশর্ট ডেস্কঃ সোনার গয়নার(Gold Ornaments) প্রতি সকলেরই একটা আলাদা আকর্ষণ রয়েছে। বিশেষ করে ভারতীয়দের ক্ষেত্রে সোনার গয়না বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর বাঙালীদের সোনার গয়নার প্রতি আকর্ষণ নতুন করে বলার কিছুই নেই. তাই বাজারে সোনার দাম বাড়লেও সোনার গয়নার বিক্রিতে খুব একটা প্রভাব পড়তে দেখা যায় না। বিশেষ করে কন্যার বিয়ের সময় সোনার গয়নায় সাজিয়ে দেওয়া হয় মেয়েকে।

এছাড়া এই সোনার গয়নাকে নিজেদের গুরুত্বপূর্ণ সম্পদ বলে মনে করে অনেকে। এর কারণ বিশেষ কোনো প্রয়োজনে আর্থিক টান পড়লে এই সোনার গয়না বিক্রি করে পরিস্থিতি সামলানো যায়। কারণ অন্যান্য জিনিস পুরনো হলে দাম কমে যায়। কিন্তু সোনার গয়না পুরনো হলে দাম কমে না। বরং বাজারদরের উপর ভিত্তি করে এই দাম আরো বেশি বেড়ে যায়। কিন্তু এখন সোনার গয়না কেনার ক্ষেত্রে নিয়ম(Gold Buying Rule) অনেক বদলে গিয়েছে।

আপনার কাছে টাকা থাকলে আপনি চটজলদি গিয়ে সোনার গয়না কিনে নিতে পারবেন না। এর জন্য গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। আর এই নিয়ম যদি না মানেন তাহলে বিপুল পরিমাণে অর্থের জরিমানা দিতে হতে পারে। চলুন তাহলে সোনার গয়না কেনার ক্ষেত্রে নতুন কি কি নিয়ম মানতে হবে তা ভালো করে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Investment: নেই কোনো রিস্ক, মিলবে ট্যাক্স ছাড়, মাসে ৫০০০ টাকা বিনিয়োগে ম্যাচিউরিটিতে পাবেন ২৬ লাখ টাকা!

সোনার গয়না কেনার নতুন নিয়ম:

১) এখন থেকে সোনার গয়না কেনার ক্ষেত্রে প্যান কার্ড ও আধার কার্ডের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
২) এছাড়া প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২ অনুযায়ী বর্তমানে সরাসরি নগদ টাকা দিয়ে সোনার গয়না কিনতে হচ্ছে। এক্ষেত্রে কোন রকমের কার্ড দিয়ে পেমেন্ট করা যায় না। তবে এই নতুন নিয়মটি নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। তাই আপনি যদি মনে করেন প্রচুর টাকার সোনার গয়না কিনবেন। তাহলে নিজের আয়কর পরামর্শদাতার সঙ্গে এই বিষয়ে আগাম আলোচনা করে নিতে পারেন।
৩) কোন ক্রেতা যদি নগদে ১০ লক্ষ টাকা কিংবা তার বেশি মূল্যের সোনার গয়না কিনতে চান। তাহলে সে ক্ষেত্রে নিজের প্যান্ ও আধার কার্ডের নথি অবশ্যই জমা দিতে হবে।
৪) এর পাশাপাশি আয়কর আইন ১৯৬২-এর ১১৪ বি ধারা অনুযায়ী একদিনে যদি কোন ব্যক্তি ২ লক্ষ টাকার বেশি সোনার গয়না কিনে থাকেন। তাহলে তাকে অবশ্যই প্যান ও আধার কার্ডের সমস্ত নথি জমা দিতে হবে।
৫) আর সোনার গয়না কেনার ক্ষেত্রে যদি কোন ব্যক্তি এই সমস্ত নিয়ম না মেনে থাকে। তাহলে তাকে বিপুল পরিমাণে অর্থ জরিমানা দিতে হতে পারে। অনেক সময় দেখা গিয়েছে যে পরিমাণ টাকার সোনার গয়না কিনেছেন সেই সমান মূল্যের অর্থ জরিমানা হিসেবে আদায় করা হতে পারে।

Papiya Paul

X