New Green Ration Card holders will get twice Ration per month

মাসে দুবার মিলবে রেশন, চালু হচ্ছে গ্রিন রেশন কার্ড! আরও কি কি সুবিধা থাকবে জানেন?

পার্থ মান্নাঃ দেশ তথা রাজ্যের দরিদ্র মানুষকে সারামাসের খাবারে জোগাড় দেওয়ার স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে রেশন প্রদান করা হয়। প্রতিমাসে কার্ডের ভিত্তিতে চাল ও গম পেয়ে যায় রেশন কার্ড হোল্ডারেরা। তবে এবার এই রেশন পদ্ধতিতে বড় বদল আসতে চলেছে। যান যাচ্ছে নতুন ‘গ্রিন রেশন কার্ড’ আসতে চলেছে। যার ফলে মাসে একবার নয় দুবার রেশন সামগ্রী পাওয়া যাবে।

শীঘ্রই চালু হচ্ছে নতুন গ্রিন রেশন কার্ড

যেমনটা জানা যাচ্ছে নতুন গ্রিন কার্ড চালু হলে মাসে দু বার রেশন পেতে পারবেন উপভোক্তারা। তবে খুশি হওয়ার আগে জেনে রাখুন। এই কার্ড পশ্চিমবঙ্গ নয় বরং পড়শী রাজ্য ঝাড়খণ্ডে চালু হবে। গতমাসে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে এমাসে অতিরিক্ত রেশন পেয়েছেন বাংলার রেশন কার্ড হোল্ডাররা। তবে এবার ঝাড়খড় সরকার মাসে দুবার রেশন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। যেটা সত্যিই অবাক করে দিয়েছে সকলকে।

প্রতি মাসে মিলবে দুবার রেশন সামগ্রী

এর আগেই মাসে এক টাকা কেজি হিসাবে চাল ডাল থেকে শুরু করে খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।। ঝাড়খন্ড সরকারের এই পদক্ষেপ গরিব মানুষদের সুবিধা প্রদান করতে দেশ প্রশংসিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন গরিব মানুষদের অন্যসংস্থানের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। যার ফলে ঝাড়খণ্ডের 17 লক্ষ রেচন উপভোক্তারা উপকৃত হবেন।

এখানেই শেষ নয়, জানা যাচ্ছে আবারো নতুন করে গ্রীন রেশন কার্ড প্রদান করার কাজ চালু করা হবে। যাতে করে আরও প্রায় পাঁচ লক্ষ মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। এর ফলে মোট ২৫ লক্ষ রেশন কার্ড হোল্ডার হবে বলে আশা করা হচ্ছে। একই সাথে যারা গত বছর অর্থাৎ ডিসেম্বর ২০২৩ থেকে এ বছরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রেশন পাননি তাদের অতিরিক্ত রেশন দেওয়া হবে। এ মাস অর্থাৎ অক্টোবর এর পাশাপাশি আসন্ন নভেম্বর ও ডিসেম্বর মাসেই এই অতিরিক্ত রাসন দেওয়া হবে বলে জানা যাচ্ছে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X